October 28, 2024

ঈশ্বরের পাশে বসে মায়ের পুজোতে আরাধনা করলেন কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল।

1 min read

ঈশ্বরের পাশে বসে মায়ের পুজোতে আরাধনা করলেন কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল।
তনময় চক্রবর্তী।যাদেরকে কেউ একসাথে বসাতে পারেনি ইদানিংকালে আজ তারাই পাশাপাশি বসে মায়ের আরাধনা করলেন ।তবে কে কি মানত করলেন মায়ের কাছে সেটা সকলেরই অজানা। তবে সকলেই   কালিয়াগঞ্জ বাসীর মঙ্গল কামনা করলেন এটা একশ শতাংশ সঠিক   ।

স্বভাবতই খুশি আমজনতারা। হ্যাঁ আজ কালিয়াগঞ্জ ঐতিহ্যবাহী মা বয়রা কালী মন্দিরে এমন দৃশ্য দেখা গেল। যেখানে দেখা গেল কালিয়াগঞ্জ পৌরসভার  উপ পৌর প্রশাসক ঈশ্বর রজক এর পাশে বসে কালিয়াগঞ্জে প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল কে মায়ের আরাধনা তে ব্যস্ত থাকতে। অন্যদিকে কার্তিক চন্দ্র পালের অপর পাশে বসে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ। এছাড়া অপর প্রান্তে কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়ের পাশে বসে ছিলেন কালিয়াগঞ্জ এর বর্তমান প্রশাসক শচীন সিংহ রায় ও প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ। এই দৃশ্য স্বভাবতই আজ দীপাবলীর আনন্দকে আর এক কদম এগিয়ে নিয়ে গিয়েছে।

বরাবরই উত্তরবঙ্গের ঐতিহ্য উত্তর দিনাজপুরের গর্ব কালিয়াগঞ্জ এর মা বয়রা কালী পুজো কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যেমন উন্মাদনা থাকে তেমনি পুজোর সময় কারা কারা সেই পুজোর স্থানে উপস্থিত থেকে পুজো দেয় সেটাও অনেকের কাছে পুজোর আগের দিন অবধিও কৌতুহল থাকে। সব কৌতুহলের শেষ উত্তর হয় যখন মায়ের পুজো শুরু হয়। আজ মন্দির প্রাঙ্গণে অনেককে হাসি তামাশা করতে করতে বলতে শোনা গেল সামনেই পৌরসভার নির্বাচন আসছে তার আগে এই ধরনের চিত্র সত্যিই একটা অবাক করার মত ঘটনা।

এদিকে যতক্ষণ ধরে পুজো চলছে ততক্ষণ ধরেই দেখা গেল ঈশ্বর রজক কে প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের পাশে বসে থাকতে। দুজন কেই একই সাথে মায়ের কাছে আরাধনা করতে দেখা গেল। তবে মায়ের কাছে কে কি কামনা করলেন সেটা তাদের ব্যক্তিগত হলেও অনেকে তামাশা করে বলছেন সামনে পৌরসভার নির্বাচন আসছে সেটা নিয়েও তো মায়ের কাছে তারা নিশ্চয় কিছু বলছেন গোপনে গোপনে। তবে অনেকক্ষণ পাশাপাশি তারা একসাথে বসে থাকলেও  তাদের মধ্যে  কথা বলাবলি  কিন্তু আজ হয়  নি। 

 রাজনীতির আঙিনায় যতই একে অপরের প্রতিদ্বন্দ্বী হোক না কেন   মায়ের কাছে  যে তারা  সকলেই    সন্তান  তা কিন্তু আজ মা বয়রা কালী  প্রমাণ করে দেখিয়ে দিল।আজ দেখা গেল প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল সহ বিধায়ক সৌমেন রায়, পৌর প্রশাসক শচীন সিংহ রায়, তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ আরো অনেকে পাশাপাশি বসে মায়ের আরাধনা তে ব্যস্ত থাকতে। যা সত্যি এক অপূর্ব ছবি উঠে আসলো আজ মা বয়রা কালী র মন্দির প্রাঙ্গণ থেকে। অন্যদিকে কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় এর পাশে বসে মা বয়রা কালীবাড়ি তে পুজো দিলেন সচিন সিংহ রায়। জাতি ধর্ম বর্ণ রাজনীতির ভেদাভেদ ভুলে আজ রাজনীতির আঙিনায় সকলকে এক করে দিলেন কালিয়াগঞ্জ এর সবার প্রিয় মা বয়রা কালী ।সত্যি অপূর্ব দৃশ্য দেখে সবাই খুশি। আজ কালীপূজা। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালীপূজা গুলোর মধ্যে অন্যতম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মা বয়রা কালির পূজা। প্রতিবারের মতো এবারও ভক্তি নিষ্ঠা সহকারে পুজো হল মা বয়রা কালী র। পুজো দেখতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে আসে কালী মন্দিরে। ফুলে ফুলে সাজানো মন্দির চত্বর যেন রাঙিয়ে তোলা হয়েছিল সকলের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *