October 28, 2024

করোনা সংক্রমণ রোধে কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে পথ চলতি মানুষদের মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে

1 min read

করোনা সংক্রমণ রোধে কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে পথ চলতি মানুষদের মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬ অক্টোবর:রাজ্যের করোনার বিশেষজ্ঞ চিকিৎসকরা দুর্গোৎসবের পূর্বে যা অনুমান করেছিল এখন তা অক্ষরে অক্ষরে মিলে যেতে বসেছ। রাজ্য সরকারের দেওয়া করোনা বিধি নিষেধ বাজার ঘাটে দেখা যায় অনেক শিক্ষিত মানুষেরাই তা মানছে না।সেই কারণে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন কালিয়াগঞ্জ শহরের সর্বত্র মানুষকে আবার সচেতন করতে ব্যাপক উদ্দ্যোগ গ্রহণ করেছে বলে জানান কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস।

তিনি বলেন তারা যেমন প্রতিনিয়ত কালিয়াগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে শহরের অসচেতন মানুষদের করোনা থেকে মুক্ত হতে সচেতন করবার জন্য কালিয়াগঞ্জ থানার সমস্ত আধিকারিক ও সিভিক ভলান্টিয়ারদের শহরের রাস্তা ঘাটে মাস্ক ছাড়া মানুষদের মাস্ক পরিয়ে দিচ্ছেন।তেমনি তাদেরকে বলে দেওয়া হচ্ছে এর পর মাস্ক ছাড়া কোন ব্যক্তিকে শহরে ঘুরে বেড়াতে দেখলে তাদের গ্রেপ্তার নামক অপ্রিয় কাজটি তাদের করতেই হবে।

কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস বলেন কালিয়াগঞ্জ থানা দুর্গা পূজার পর থেকে মাস্ক না পড়ার কারণে ২৫০জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন বলে জানান।তিনি বলেন শহর ও গ্রামের মানুষদের সচেতন করবার

উদ্দেশ্যে তারা কালিয়াগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে থানা ঘেকে সমগ্র শহর সচেতনতার উদ্দেশ্যে নানান ধরণের ব্যবস্থ্যা নিচ্ছেন।কিন্তূ মানুষ সেই হারে সচেতন হচ্ছেনা।সম্প্রতি কালিয়াগঞ্জ থানা ও ট্রাফিক আধিকারিকদের যৌথ উদ্দ্যোগে রালীর ব্যবস্থা করা হয় যেখানে উপস্থিত ছিলেন এস আই মোহিনী মোহন বর্মন,ট্র্যাফিক অফিসার দীপঙ্কর ঘোষ,আশরাফ আলী সহ বেশ মিচু সিভিক ভল্যান্টিয়ার।যার নেতৃত্ব দিয়েছিলরন কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *