লিঙ্গ পরিবর্তন করে প্রেমিক সাগ্নিককে বিয়ে অনিকের
1 min read
পিয়া গুপ্তা দক্ষিণ দিনাজপুর কথায় আছে ভালোবাসা কোন বাধা মানে না ভালোবাসা সব বাধাকে অতিক্রম করতে জানে এই সত্যই যে বাস্তব তা প্রমাণ করে দিল বালুরঘাটের অনিক lমডেলিং করতে গিয়ে কলকাতায় সাগ্নিকের সঙ্গে পরিচয় অনীকের। পরস্পরের কাছে আসা। প্রেম। কিন্তু বিয়েতে বাধ সাজছিল একই লিঙ্গ lতাই
সাগ্নিককে বিয়ে করার জন্য অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন অনীক দত্ত। লিঙ্গ পরিবর্তনের সাথে সাথে নামটাও পরিবর্তন করে নেয় সে অনীক দত্ত হয়ে উঠেন সুন্দরী মহিলা অ্যানি l১০ অক্টোবর অ্যানি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তাঁর নাম পালটে লিঙ্গ পরিবর্তনের কথা জানান সকলকেl প্রথম প্রথম বাড়ি থেকে আপত্তি থাকলেও অবশেষে অনিক ও সাগ্নিক এর প্রেমে হার মেনে জান পরিবার ও আত্মীয় স্বজনl অবশেষে সব বাধা কাটিয়ে রবিবার বালুরঘাটের অ্যানির সঙ্গে বিয়ে হল জলপাইগুড়ির পাত্র সাগ্নিক চক্রবর্তীর।অ্যানি ও সাগ্নিক জলপাইগুড়ির টাউন ক্লাবের ম্যারেজ হলে সমস্ত রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। পাত্রী অ্যানি দক্ষিণ দিনাজপুরের শিক্ষিকা। সাগ্নিক ময়নাগুড়িতে শিক্ষকতা করেন। বিয়ের পর দু’জনে বলেন, “আমরা এখন সাংসারিক জীবন শুরু করতে চলেছি। সবার আশীর্বাদ চাই।” সাগ্নিক এর বাবা সুব্রত চক্রবর্তী বলেন, “বালুরঘাটের অনীকের সঙ্গে কলকাতায় আলাপ হয় ছেলের। তারা দু’জনেই একসঙ্গে মডেলিং করত। আড়াই বছরের সম্পর্ক ছিল তাদের। আমরা তাদের সম্পর্কের কথা জানতে পারি। পরে তাদের মেনেও নিই।” অনীক নিজের টাকাতেই রুপান্তরকামী হয়েছে।”আগামী ৩১ তারিখ জলপাইগুড়িতে সাগ্নিকে বৌভাতl