October 28, 2024

উত্তর দিনাজপুর জেলায় বিশ্ববাংলা শারদ সন্মান বিভিন্ন আঙ্গিকে জেলার ১২টি দর্গোৎসব কমিটিকে দেবার কথা ঘোষণা করলেন জেলা সাশক অরবিন্দ কুমার মিনা

1 min read

উত্তর দিনাজপুর জেলায় বিশ্ববাংলা শারদ সন্মান বিভিন্ন আঙ্গিকে জেলার ১২টি দর্গোৎসব কমিটিকে দেবার কথা ঘোষণা করলেন জেলা সাশক অরবিন্দ কুমার মিনা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১ অক্টোবর: সোমবার উত্তর দিনাজপুর জেলার জেলা সাশক অরবিন্দ কুমার মিনা এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ববাংলা শারদ উত্তর দিনাজপুর জেলার কারা পেলেন তা ঘোষণা কবলে জেলার বিভিন্ন এলাকার দুর্গোৎসব কমিটিগুলো আনন্দে মেতে ওঠে।জানা যায় জেলায় সেরা পূজা হিসাবে বিশ্ববাংলার শারদ সন্মান পায় ইসলামপুর মহকুমার টুঙ্গিদিঘি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, রায়গঞ্জ মহকুমার হেমতাবাদের কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং রায়গঞ্জ মহকুমার অরবিন্দ স্পোর্টিং ক্লাব, রায়গঞ্জ।

জেলায় তিনটি সেরা প্রতিমা হিসাবে বিশ্ববাংলার শারদ সম্মানের অধিকারী হয় যথাক্রমে রায়গঞ্জের শাস্ত্রী সংঘ,রায়গঞ্জ,সার্বজনীন দুর্গা মন্দির,ইটাহার এবং ডালখোলা বাজার সার্বজনীন দুর্গা পূজা কমিটি। জেলায় সেরা মন্ডপের জন্য বিশ্ববাংলা শারদ সন্মান পায় সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি রায়গঞ্জ,আদর্শ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি ইসলামপুর এবং বিপ্লবি সার্বজনীন দুর্গোৎসব কমিটি রায়গঞ্জ।এছাড়াও কোভিড স্বাস্থ্য বিধি মেনে যারা অত্যন্ত ভালো কাজ পূজার মধ্যে করতে চলেছে বিশ্ববাংলার পক্ষ থেকে সেই সমস্ত পূজা কমিটিকে শারদ সন্মান দেবার কথা ঘোষণা করলেন জেলা সাশক তারা হলেন যথাক্রমে কমল মেমোরিয়াল ক্লাব পূজা কমিটি, ইসলামপুর,সমাজ সেবক সংঘ রায়গঞ্জ এবং ইসলামপুর তরুণ সংঘ,ইসলামপুর।সংবাদিক সন্মলনে উত্তর দিনাজুর জেলার বেশ কিছু আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।তবে সব কিছু ঠিক থাকলেও কালিয়াগঞ্জ ব্লকের কোন দুর্গোৎসব কমিটি বিশ্ববাংলার কোন সন্মান না পাওয়ার খবরে একটু হলেও পূজার আনন্দে যে ভাবে মেতে উঠতে পারতো সেখানে সুর তাল লয়ের ছন্দ কেটে যাবার ফলে অনেক বিগ বাজেটের পূজা কমিটির কর্মকর্তাগনের মন খারাপ হতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *