October 28, 2024

শিক্ষক দিবসে কালিয়াগঞ্জের পাঁচ প্রবীণ শিক্ষক ও প্রবীণ সাংবাদিককে সম্বর্ধনা জানালো কালিয়াগঞ্জ স্টুডেন্ট হোমের আঞ্চলিক কমিটি-

1 min read

শিক্ষক দিবসে কালিয়াগঞ্জের পাঁচ প্রবীণ শিক্ষক ও প্রবীণ সাংবাদিককে সম্বর্ধনা জানালো কালিয়াগঞ্জ স্টুডেন্ট হোমের আঞ্চলিক কমিটি-

শুভ আচার্য,কালিয়াগঞ্জ ৫ সেপ্টেম্বর:শিক্ষক দিবসে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কমিটি রবিবার সকালে স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ স্থিত কার্যালয়ে সর্বপল্লী ডঃ রাধা কৃষণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবসে কালিয়াগঞ্জ ব্লকের পাঁচজন শিক্ষক ও কালিয়াগঞ্জের প্রবীণ সাংবাদিককে সম্বর্ধনা দেওয়া হয়।

এই পাঁচজন শিক্ষক হলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ কান্তি দাস,সুকুমার তালুকদার,(কুনোর কে সি ) বিদ্যালয়,বাদল চন্দ্র বসাক(দ রিমানপুর)উচ্চ বিদ্যালয়, চন্দ্র কান্ত সাহা(কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী) শহিদুল ইসলাম(কুনোর কে সি) উচ্চ বিদ্যালয়। সাংবাদিক হলেন কালিয়াগঞ্জের প্রবীণ সাংবাদিক,বেতার শিল্পী ও আকাশ বাণীর অনুমোদিত গীতিকার তপন চক্রবর্তী।

কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের পক্ষ থেকে প্রবীণ পাঁচ শিক্ষক ও সাংবাদিকদের প্রত্যেককে উত্তরীয় পরিয়ে হাতে ফুলের স্তবক ছাড়াও কিছু উপহার ও শংসাপত্র দেওয়া হয়।শিক্ষক দিবসে প্রথমেই সর্বপল্লী ডঃ রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ দাস সহ উপস্থিত সমস্ত শিক্ষকগন।কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের সম্পাদক রঞ্জন মোদক বলেন কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোম সাধারণত কালিয়াগঞ্জ,হেমতাবাদ ও কুশমন্ডি নিয়ে গঠিত।

স্টুডেন্ট হেলথ হোম এমন একটি সংস্থা যে সংস্থার মাধ্যমে অনেক দুস্থ্য ছাত্র ছাত্রীরা চিকিৎসার ব্যাপারে দারুন ভাবে উপকৃত হয়ে আসছে।এই সংগঠনের সমাজসেবার।কাজে যেমন চিকিৎসকেরা বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে তেমনি বিভিন্ন বিদ্যালয় আর্থিক সাহায্য দিয়েও সহায়তা করে থাকে।কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ দাস শিক্ষক দিবসে শিক্ষকদের উদ্দেশ্যে বলতে গিয়ে বলেন এক সময় ঠিকই শিক্ষকদের যেমন বেতন ছিলনা, ছিলনা তেমনি সন্মান।

কিন্তূ কালের পরিবর্তনে শিক্ষকদের এখন যেমন আর্থিক সফলতা এসেছে বেড়েছে সন্মানও।কিন্তূ আমরা অনেক শিক্ষক তার প্রতিদান হিসাবে যা দেবার কথা তা অনেক ক্ষেত্রেই দিইনা।আমাদেরও সমাজের প্রতি দেবার অনেক কিছুই আছে তা ভাবতে হবে

।শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কমিটির সহ-সম্পাদক প্রবীর কুমার সাহা,প্রধান শিক্ষক মিঠুন রায়,পার্থ কুমার রায়,নির্মাল্য দাস,কমল বিশ্বাস এবং রেড ভলান্টিয়ার গ্রূপের বুবাই দাস এবং সুজয় মোদক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *