October 29, 2024

প্রবল দাবদাহে কার্যত পুড়ছে ইউরোপ। এবারের গরম আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে

1 min read

প্রবল দাবদাহে কার্যত পুড়ছে ইউরোপ। এবারের গরম আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে

প্রবল দাবদাহে কার্যত পুড়ছে ইউরোপ। এবারের গরম আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে যেভাবে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে, তাতে প্রকৃতির এই রুদ্ররূপের প্রকাশ ঘটেই চলবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে তীব্র খরা অনেকটাই বাড়বে। তা থেকে বাড়বে দাবানলের ঘটনা এবং তার ধ্বংসাত্মক ক্ষমতা। সংবাদসংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ১১ আগস্ট ইতালির সিসিলিতে সাইরাকুজ আবহাওয়া দপ্তরে সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ গরম পড়েছিল। সেখানে ওইদিন তাপমাত্রা ছিল ৪৮.৭৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল গ্রিসে।

১৯৭৭ সালের ১০ জুলাই সেখানকার তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়েছিল।  সিসিলিয়ান অ্যাগ্রোমেটেরোলজিক্যাল ইনফর্মেশন সেন্টারের মতে, সিসিলিতে বুধবারের এই গরমই এই মরশুমের সবচেয়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ। সিসিলি দ্বীপপুঞ্জের সাইরাকুজে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের বসবাস। এত গরম তাঁরা জীবনকালে দেখেননি বলে দাবি করছেন সেখানকার বাসিন্দারা। চলতি সপ্তাহের শুরু থেকে এই তাপপ্রবাহ শুরু হয়। দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং ভূমধ্যসাগরের উপর একটি উচ্চচাপ বলয় ক্রমশ শক্তিশালী হওয়ায় এই ভয়ানক তাপপ্রবাহ চলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।ইউরোপ এবং আফ্রিকার অন্যান্য দেশও গরমে তেতেপুড়ে উঠেছে এই গ্রীষ্মে। উত্তর আফ্রিকার তিউনিশিয়ার রাজধানী তিউনিশের তাপমাত্রা গত মঙ্গলবার প্রায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই তাপপ্রবাহই সম্ভবত আলজিরিয়ার দাবানলের তীব্রতা অনেক বাড়িয়ে দিয়েছে। সেখানে শুধু মঙ্গলবারই প্রাণ হারিয়েছেন ৪২ জন। প্রবল গরমে সবচেয়ে জেরবার অবস্থা হয়েছে দক্ষিণ ইউরোপের দেশগুলির। চলতি মাসের শুরুতে গ্রিসে যে তাপপ্রবাহ চলে, তা গত তিন দশকে সর্বোচ্চ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দাবানলে গ্রিসের ১০ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। দাবানলের আগাম সতর্কতা জারি করেছে ইতালি। সরকারিভাবে তারা প্রত্যেক নাগরিককে স্বাস্থ্য নিয়ে সচেতন করে চলেছে এই পরিস্থিতিতে। শুক্র ও শনিবার তীব্র তাপপ্রবাহের বিশেষ সতর্কতা জারি করে স্পেন। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *