October 29, 2024

নম্বর বৃদ্ধির দাবিতে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালালো  চাকুলিয়া ব্লকের শকুন্তলা হাইস্কুলে উত্তেজিত ছাত্ররা

1 min read

নম্বর বৃদ্ধির দাবিতে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালালো  চাকুলিয়া ব্লকের শকুন্তলা হাইস্কুলে উত্তেজিত ছাত্ররা

নম্বর বৃদ্ধির দাবিতে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত ছাত্ররা। ঘটনাটি চাকুলিয়া ব্লকের শকুন্তলা হাইস্কুলে। ছাত্রদের দাবি উচ্চমাধ্যমিকে কম নাম্বারে কারনে তারা কোন ভাল কলেজে ভর্তি হতে পারবে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনে করেন ছাত্রদের মেধা অনুযায়ী নম্বর দেওয়া হয় নি। যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে।রাজ্যের অন্য জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে নম্বর বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে।

 

 

কোথাও রাস্তা অবরোধ, কোথাও স্কুলে আসবাবপত্র ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনা ঘটছে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের শকুন্তলা হাইস্কুলে আজ ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসে বিক্ষোভ শুরু করেন।বিদ্যালয়ের প্রধান নবকুমার শাকারি তাদের মার্কসীট নেবার কথা বললেও

ছাত্রছাত্রীরা এই কম নম্বরের মার্কসীট নিতে রাজী হন নি। প্রধান শিক্ষক তাদের অবস্থান পরিবর্তন করাতে না পারায় উত্তেজিত ছাত্ররা বিদ্যালয়ে চেয়ার, টেবিল, ব্রেঞ্চ ভাঙচুর করে বলে অভিযোগ।প্রধান শিক্ষক নব কুমার শাকারি জানান, ছাত্রছাত্রীদের এই ক্ষোভ স্বাভাবিক। উত্তেজিত ছাত্ররা কয়েকটি চেয়ার ভেঙ্গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *