October 30, 2024

জীবনে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানিয়ে বললেন আমার জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা। বললেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী

1 min read

জীবনে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানিয়ে বললেন আমার জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা। বললেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী

তনময় চক্রবর্তী জীবনে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দিতা আসরে নেমে আমার খুব ভালো লাগছে। মানুষের সাড়া খুব ভালোভাবেই পাচ্ছি আমি। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী কর্ণজোড়া তে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমন মন্তব্যই করলেন। তিনি বললেন মানুষের সাড়া যেভাবে তিনি পেয়েছেন তাতে তিনি অভিভূত এবং এই রাজনীতির ময়দানে নেমে যে লড়াই করতে যাচ্ছেন তাতে তিনি আশাবাদী ১০০ শতাংশ নিশ্চিত জয়ী হবে নি তিনি।

জয় শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। কৃষ্ণ কল্যাণী বলেন তার ভুল প্রতিপক্ষ বলে কেউ নেই তার একটি মাত্র কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র যে সংকল্প সোনার বাংলা নির্মাণে সেই সংকল্পে রাজ্যজুড়ে সাধারণ মানুষ বিজেপিকে সাপোর্ট করছে। তিনি আরো বলেন উন্নয়নের জন্য, বিকাশের জন্য এবং কর্মসংস্থানের জন্য মানুষ তাকে ভোট দেবে এ নিয়ে কোন দ্বিমত নেই।

এর পাশাপাশি তিনি বলেন তিনি যদি জয়লাভ করেন তাহলে রায়গঞ্জ বাসির স্বপ্ন এমস হাসপাতাল রায়গঞ্জ এ যাতে গড়া যায় তার উদ্যোগ তিনি নিবেন । এর পাশাপাশি তিনি বলেন রায়গঞ্জ সব দিক দিয়ে পিছিয়ে। পিছিয়ে পড়া একটি জায়গা।

এই জায়গার যাতে উন্নতি হ য় তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। এদিন কৃষ্ণ কল্লানি রায়গঞ্জের কসবা মোড় থেকে বিশাল রেলি করে কর্ণজোড়া পৌঁছান। এদিনের তার সঙ্গে ছিলেন হাজার হাজার মানুষ এবং কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ও জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *