October 30, 2024

রাধিকাপুর এলাকায় ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী সৌমেন রায় প্রচারে ঝড় তুললেন

1 min read

রাধিকাপুর এলাকায় ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী সৌমেন রায় প্রচারে ঝড় তুললেন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩১ মার্চ:  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় বুধবার কালিয়াগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁসা  রাধিকাপুর এলাকায় ভোট প্রচারে গিয়েই সাধারণ মানুষের মন জয় করে প্রচারে ঝড় তুললেন।রাধিকাপুর অঞ্চলের মানুষ বিজেপি প্রার্থী সৌমেন রায়কে দেখে বলেন কালিয়াগঞ্জের মানুষ এবার বিজেপির বিধায়ককে চায়।তারা বলেন আমরা এর আগে বাম বিধায়ক,কংগ্রেস বিধায়ক এবং তৃণমূলের বিধায়ক দেখছি।এবার আমরা মোদির হাত শক্ত করতে

বিজেপির বিধায়ককে চাই।কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় গ্রাম বাসীদের বলেন আপনাদের কথা শুনে ও উৎসাহ দেখে আমি আশাবাদী।তিনি বলেন সারা রাজ্যের মানুষ এই অপদার্থ সরকারকে রাজ্যের পাট থেকে সরিয়ে দিতে বদ্ধ পরিকর।তিনি বলেন এই সরকার গদি আকড়ে থাকার কারনে রাজ্যের মানুষদের ভিখারি বানাতে বসেছে।

শুধু বিনা পয়সায় সব কিছু দিয়ে মানুষের কর্মক্ষমতাকে পঙ্গু করবার ব্যবস্থা করতে চলেছেন।।রাজ্যের কোথাও নেই কোন কল কারখান,বেকারদের নেই কোন চাকরির ব্যবস্থা।হাজার হাজার পদ থাকলেও শিক্ষিত বেকাররা চাকরি থেকে বঞ্চিত।তুলে দেওয়া হয়েছে এস এস সির মত পরীক্ষার ব্যবস্থা।যদিওবা কোন চাকরি হয় তাও দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা ছাড়া সেই চাকরি পাওয়া যায়না।সমস্ত চাকরি বাকরির কথা ভুলে গিয়ে রাজ্যের বেকারদের কাট মানির ব্যবসা ভালো করে শেখানোর ব্যবস্থা করেছে আমাদের রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী।তিনি প্রতিদিন মিথ্যা কথা বলছে মানুষদের।রাজ্যে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে,নেই স্বাস্থ্য পরিষেবা।জখন যা মনে করছে তাই বলছেন।এটা কোন সরকার নয় পিসি –ভাইপর একটি কোম্পানি মাত্র।প্রচারে ।।।কালিয়াগঞ্জের বিজর্পির প্রার্থীর সাথে ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ বিধান সভার কো-অর্ডিনেটর রানা প্রতাপ ঘোষ মন্ডল সভাপতি কার্তিক পাহান তারিণী রায় সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *