বিভাজনের রাজনীতি আমার কাছে মূল ফ্যাক্টর কোন রাজনৈতিক দল নয় মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন ইটাহারে র সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখার্জি
1 min readবিভাজনের রাজনীতি আমার কাছে মূল ফ্যাক্টর কোন রাজনৈতিক দল নয় মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন ইটাহারে র সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখার্জি
তনময় চক্রবর্তী মনোনয়নপত্র দাখিল লড়াই এর একটি অংশ। লড়ছি এবং আছি। বিভাজনের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এবং মানুষের মানুষের যে লড়াই বাধা দেয়া হচ্ছে ধর্ম এবং জাতপাতের ভিত্তিতে তার বিরুদ্ধে লড়াই। আজ সংযুক্ত মোর্চার ইটাহারের সিপিআইএম প্রার্থী শ্রীকুমার মুখার্জি উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া তার নিজের মনোনয়নপত্র দাখিল করার পর এক সাক্ষাৎকারে একথা বললেন। ইটাহারে তিনি বিধায়ক থাকাকালীন যে সমস্ত অসমাপ্ত কাজগুলো পড়ে রয়েছে সেগুলো পুনরায় সমাপ্ত করা হবে তার প্রধান লক্ষ্য।
তিনি বলেন ইটাহারের সুই নদীতে যে পরিকল্পনা মাফিক কাজ চলছিল তার আমলে যেটি তৈরি হলে প্রায় দুই লাখ মানুষ উপকৃত হতেন সেই কাজটি তিনি সম্পূর্ণ করবেন। এর পাশাপাশি ইটাহারের চৌরাস্তায় তোলাবাজির কারণে যে ফ্লাইওভারটি অর্ধ সমাপ্ত হয়ে রয়েছে সেটি আবার পুনরায় কাজটি যাতে শুরু হয় সেদিকে তিনি লক্ষ্য রাখবেন। এর পাশাপাশি তিনি বলেন ইটাহারে একটা সুস্থ পরিবেশ যাতে তৈরি হয় সেদিকে তিনি আপ্রাণ চেষ্টা করবেন।
এছাড়া কলেজে এনসিসি তুলে দেওয়া হয়েছে। ছেলেরা কোন ঘুষ না দিয়ে পুলিশে চাকরি পেতে পারতো সেটা বন্ধ করা হয়েছে ২০১১ সাল থেকে ।সেগুলো রিভাইভ করব। ডক্টর শ্রীকুমার মুখার্জি আরো বলেন কাটমানি বন্ধ না হলে কোন একটা জায়গায় উন্নয়ন হতে পারেনা। তাই তিনি জয়লাভ করলে কাটমানি বন্ধ করাই হবে তার প্রধান লক্ষ্য। শ্রীকুমার মুখার্জি বলেন তিনি এবার সংযুক্ত মোর্চার সিপিআই প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইটাহারে। তার ফ্যাক্টর কোন রাজনৈতিক দল এর প্রার্থী নয় ফ্যাক্টর হল তার কাছে বিভাজনের রাজনীতি র বিরুদ্ধে লড়াই টাই হলো তার কাছে প্রধান ফ্যাক্টর। ওই ফ্যাক্টর নিয়েই লড়ছি। মানুষ বিভাজিত হয়ে আছে। কিন্তু এখনো পর্যন্ত সমাজটা কুলুষিত হয়নি। এখনো যে মানুষ ভালো আছেন যে মানুষ বিভাজন চান না যারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চান তার সংখ্যা সবচেয়ে বেশি। শ্রীকুমার মুখার্জি মনে করেন তিনি তাদের ভোটে জিতে আসবেন।