সংযুক্ত মোর্চার জোটকে মজবুত করতে কালিয়াগঞ্জ বিধান সভা এলাকায় বুথ ভিত্তিক প্রচারের কৌশল
1 min readসংযুক্ত মোর্চার জোটকে মজবুত করতে কালিয়াগঞ্জ বিধান সভা এলাকায় বুথ ভিত্তিক প্রচারের কৌশল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ মার্চ:ভোটের দিন যত এগিয়ে আসছে উত্তর দিনাজপুর জেলার তফসিলি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার বাম-কংগ্রেস জোটের দুই দল বিধান সভা ক্ষেত্রে বুথ ভিত্তিক রণকৌশল নিয়ে মাঠে নেমে পড়েছে।জানা যায় কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রে বাম জোটের প্রার্থী হবার কথা কংগ্রেস দল থেকে।যদিও সোমবার পর্যন্ত কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হয়নি।প্রার্থীর নাম ঘোষণা না হলেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিজেপির প্রার্থীকে ভোট টেক্কা দিতে তারা ইতিমধ্যেই সর্বশক্তি নিয়ে বুথ ভিত্তিক প্রচারে নেমে পড়েছে।
এ ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাম-কংগ্রেস জোট শিক্ষা, করোনা ও সাধারণ মানুষের ছবি দিয়ে কি ভাবে তৃণমূল পরিচালিত সরকারের আমলে দুর্দশার শিকার তা ফেস বুকের মাধ্যমে তুলে ধরে ও প্রচারের কাজ শুরু করে দিয়েছে। কালিয়াগঞ্জের সিপিআইএম এর বাম জোটের বলিষ্ঠ নেতা এক প্রশ্নের উত্তরে বলেন দিন যত এগোচ্ছে ভোটের প্রচারের স্টাইল প্রতিনিয়ত পরিবর্তন ও অত্যাধুনিক পর্যায়ে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন ভারতেন্দ্র চৌধরী। ভোটের প্রচারের অন্যতম হাতিয়ার বর্তমানে সোশ্যাল মিডিয়ার কোন তুলনা হয়না।নিমেষের মধ্যে ভোটের যে কোন খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তা দেখতে শুনতে পারছে।তাই যেকোন নির্বাচনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য।বাম-কংগ্রেস জোটের ব্লক কংগ্রেসের সভাপতি সুজিৎ দত্ত এক প্রশ্নের উত্তরে বলেন আমাদের জোটের প্রার্থীর নাম যদিও ঘোষণা করা হয়নি তাতে কোন আমাদের অসুবিধা নেই।দুই একদিনের মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।তিনি বলেন এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট।এই রাজ্য থেকে সাশক তৃণমূল দলকে এবার সরে যেতেই হবে।ভগবানও এই সরকারকে এবার ক্ষমা করবে না।তিনি বলেন অনেক নাটক হয়েছে।এই রাজ্যের মানুষ তৃণমূলের কোন নাটক আর দেখতে চায়না।