ভোটের প্রচারে নামলো তৃণমূলের শ্রমিক সংগঠন
1 min readভোটের প্রচারে নামলো তৃণমূলের শ্রমিক সংগঠন
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ, ১৭ মার্চ:সোমবার রাত আটটায় তৃণমূল প্রাথী তপন দেব সিংহের সমর্থনে একটি মিছিলের মধ্য দিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের সমর্থকেরা প্রচারে নামলো।সোমবার রাতে বিবেকানন্দ পৌর বাস স্ট্যান্ডের সামনে থেকে মিছিলটি কালিয়াগঞ্জ।
শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।তৃণমূল শ্রমিক সংগঠনের সমর্থকদের প্রত্যেকের একই আওয়াজ ছিল “এবার ভোটে খেলা হবে” “বাংলা নিজের মেয়েকেই চায়’প্রভৃতি স্লোগান।মিছিলের পুরোভাগে ছিলেন তৃণমূল যাত্রীবাহী পরিবহন শ্রমিক সংগঠনের কালিয়াগঞ্জ শাখার সভাপতি সজল সাহা।
সংগঠনের সভাপতি সজল সাহা বলেন যেহেতু আমাদের সংগঠনের শ্রমিকরা দিনের বেলায় কাজ করতেই ব্যাস্ত তাই রাতেই আমরা মিছিল বের করেছি।