বিজেপি শুধুমাত্র সরকার বানানোর জন্য রাজনীতি করে না বিজেপি রাজনীতি করে সমাজ গঠনের জন্য ও দেশ গঠনের জন্য বালুরঘাটে বিজেপির একটি জনসভা বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
1 min readবিজেপি শুধুমাত্র সরকার বানানোর জন্য রাজনীতি করে না বিজেপি রাজনীতি করে সমাজ গঠনের জন্য ও দেশ গঠনের জন্য বালুরঘাটে বিজেপির একটি জনসভা বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
বিজেপি শুধুমাত্র সরকার বানানোর জন্য রাজনীতি করে না বিজেপি রাজনীতি করে সমাজ গঠনের জন্য ও দেশ গঠনের জন্য। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি র সরকার হলে একদিকে যেমন সুস্থ সংস্কৃতি ফিরে আসবে তেমনই বন্ধ হবে হিংসার রাজনীতি। আজ দক্ষিণ দিনাজপুর জেলা র বালুরঘাটে বিজেপির একটি জনসভা বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার জনকল্যাণে যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছে সেগুলোর মধ্যে অনেক প্রকল্প এই রাজ্যে সরকার না চালু করার জন্য সাধারণ মানুষরা বিপাকে পড়েছেন। তাই আগামী দিনে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যে চালু হবে বলে তিনি জানান।কেন্দ্রীয় মন্ত্রী বলেন এই রাজ্যের তৃণমূলের সরকার কা ট মানির সরকার ও তোলা বাজির সরকারের পরিণত হয়েছে। যেই সরকারের বিদায় শুধুমাত্র সময় এর অপেক্ষা। তিনি বলেন এবার বিধানসভা নির্বাচনে খেলা হবে নিশ্চয়। তবে এই খেলা হবে বিকাশের খেলা। শান্তির খেলা।
এখন পরিবর্তনের সময়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য গুলো রয়েছে সেখানে মানুষের নিরাপত্তা সুরক্ষিত হয়েছে সেখানে হিংসার কোন স্থান নেই। কিন্তু বাংলায় তৃণমূলের সরকার কবে থেকে হয়েছে এখানে হিংসা ছাড়া অন্য কিছু নেই মানুষের সুরক্ষা বলতে কিছুই নেই। এখানকার মানুষরা সব সময় থাকে আতঙ্কের মধ্যে। বালুরঘাটের সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে যে সমস্ত কেন্দ্রীয় জনকল্যাণমুখী প্রকল্পগুলো নেয়া হয়েছে সেগুলো ইতিমধ্যে নজর শুধুমাত্র দেশে কারি সারা বিশ্বের কাছে কেরেছে। তাই সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় নেতা হয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি বলেন এই রাজ্য সরকারের উদাসীনতার জন্য এই রাজ্যের মানুষ আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। যে প্রকল্প চালু থাকলে এখানকার হাজার হাজার গরীব মানুষরা বিনা খরচায় চিকিৎসা করাতে পারতেন কিন্তু সেটা এই রাজ্যের সরকার না চালু করার ফলে বাংলার মানুষরা এই প্রকল্প থেকে বঞ্চিত থেকে গেছে।কেন্দ্রীয় মন্ত্রী বলেন এই প্রকল্প এই বাংলার মানুষরা আবারো পাবে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পরে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন ভারত সরকার সীমা সুরক্ষা য় ব্যাপক নজর দিয়েছে। তিনি বলেন আগামী দিনে এই রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হলে যেখানে যেখানে সীমান্তে এই রাজ্যে এখনো পর্যন্ত তারকাটা বেড়া হয়নি সেখানে তারকাটার বেড়া দেওয়া হবে অনুপ্রবেশকারীদের থাকাতে। তিনি বলেন গত লোকসভা নির্বাচনে যেভাবে এই উত্তরবঙ্গের মানুষরা বিজেপিকে আশীর্বাদ দিয়ে ১৮ টি আসন উপহার দিয়েছিল এবারও এখানকার মানুষরা বাংলার তৃণমূল থেকে নিস্তার পেতে একইরকমভাবে উত্তরবঙ্গের সব কয়টি আসুন বিজেপিকে উপহার দিবে। এদিনের স্বভাব আছে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিনের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।