রায়গঞ্জ স্টেডিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত “বাংলা মোদের গর্ব” অনুষ্ঠানে র সূচনা, চলবে
1 min read
রায়গঞ্জ স্টেডিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত “বাংলা মোদের গর্ব” অনুষ্ঠানে র সূচনা, চলবে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫জানুয়ারি:উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্দ্যোগে রায়গঞ্জ শহরের স্টেডিয়াম মাঠে “বাঙলা মোদের গর্ব” অনুষ্ঠানের শুভ সূচনা হল শুক্রবার বিকাল চারটায়।
এই অনুষ্ঠানে থাকছে যেমন প্রদর্শনী, তেমনি থাকছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজের প্রদর্শন এবং বিপণনের ব্যবস্থা।আগামী ১৭ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন এই অনুষ্ঠানে থাকছে স্থানীয় ও কলকাতার বিশিষ্ট শিল্পীদের নিয়ে বর্ণময় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন।
উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবদাস বলেন এই অনুষ্ঠানে সবার অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,তৃণমূল নেতা পূর্ণেন্দু দে,রায়গঞ্জ পৌর সভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস ছাড়া অনেকেই।