October 29, 2024

রায়গঞ্জে এসে পৌঁছাল বহু প্রতীক্ষিত কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা।

1 min read

রায়গঞ্জে এসে পৌঁছাল বহু প্রতীক্ষিত কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা।

রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার জন্য বড় সুখবর, জেলা সদর রায়গঞ্জে এসে পৌঁছাল বহু প্রতীক্ষিত কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা। খুশীর ছোঁয়া জেলাবাসীর মধ্যে। আগামী ১৬ জানুয়ারি সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও উদ্বোধন করা হবে করোনা ভ্যাক্সিনেশন কর্মসূচী। বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে বিশেষ পুলিশি নিরাপত্তা ব্যাবস্থার মাধ্যমে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ভ্যাকসিন ভ্যানে করে এসে পৌঁছেছে ১৭ হাজার ডোজ। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরে ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে বহু কাঙ্খিত করোনা ভ্যাকসিন।

উত্তর দিনাজপুর জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গৌতম মন্ডল জানিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও উদ্বোধন করা হবে করোনা ভ্যাক্সিনেশন কর্মসূচী। রাজ্য থেকে ১৭ হাজার ডোজ এসেছে। প্রথম পর্যায়ে জেলার ১৫০৪৫ জন স্বাস্থ্যকর্মীকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে পঞ্চাশোর্ধ মানুষদের ধীরে ধীরে ভ্যাক্সিনেশন করা হবে। পুলিশি নিরাপত্তার মাধ্যমে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইসলামপুর মহকুমা হাসপাতাল, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল ও জেলার প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাজসিন পৌঁছে দেওয়া হবে। ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ করা শুরু হবে। জেলার ডাক্তার, নার্স, আশাকর্মী থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীরা এইসব সব হাসপাতাল থেকে করোনার টীকা গ্রহন করবেন। রায়গঞ্জ পুর মাতৃসদন ও রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেই টীকা নেবেন বলে জানিয়েছেন জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গৌতম মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *