October 29, 2024

বিবেকানন্দ যা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন: অভিষেক

1 min read

বিবেকানন্দ যা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন: অভিষেক

ভোটের আগে এই শেষ স্বামীজির জন্মজয়ন্তী। তাই তৃণমূল, বিজেপি দু’পক্ষই ১২ জানুয়ারিকে ব্যবহার করল বিধানসভার দিকে তাকিয়ে। মঙ্গলবার সকালে শ্যামবাজার থেকে স্বামীজির বসত ভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করেছিল ভারতীয় জনতা পার্টি। বিকেলে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। সেই মিছিল শেষে যুব তৃণমূল সভাপতি তীব্র আক্রমণ শানালেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘বিবেকানন্দের শিক্ষাদীক্ষা যদি কেউ নিজের মধ্যে নিয়ে কাজ করেন তাহলে ভারতের একমাত্র মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি মহিলাদের ক্ষমতায়নের কথা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছেন, স্বাস্থ্যসাথীর কার্ড বাড়ির মহিলাদের নামে করে দিয়েছেন। ভারতবর্ষে একটা রাজ্য দেখান তো, যেখানে পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে। একমাত্র বাংলা।

‘ অভিষেক এদিন বলেন, ‘এদিন যে মিছিল হল তার স্বতঃস্ফূর্ততার কাছে অন্য যে কোনও মিছিল ১০ গোলে হেরে যাবে।’ মোতেরা স্টেডিয়ামে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেকানন্দের নাম ভুল উচ্চারণের কথা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান যুব তৃণমূল সভাপতি। তিনি বলেন, ‘ট্রাম্পকে ধরে নিয়ে এল। বিবেকানন্দের নাম উচ্চারণ্ন করতে পারে না। বলল বিবেকামুণ্ড। আর পাশে বসে এদেশের সবচেয়ে বড় ধর্মের ভাঁওতা বাহক হাততালি দিচ্ছে। বিজেপির কোনও অধিকার নেই স্বামীজির ছবি নিয়ে রাস্তায় নামার।’ স্ট্যাচু অফ ইউনিটি তথা সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তি নিয়েও খোঁচা দেন যুব তৃণমূল সভাপতি। তিনি বলেন, ‘গুজরাতে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি বসল। আমাদের তাতে কোনও আপত্তি নেই। সর্দারজি আমাদের কাছে দার্শনিক। কিন্তু বাংলায় কেন স্বামীজি বা নেতাজির মূর্তি বসল না তাঁর জবাব দিতে হবে বাংলার মানুষের কাছে।’ তাঁর কথায়, ‘ওরা মুখে বলে জয় শ্রীরাম। আর কর্মে ওদের নাথুরাম। ওরা মুখে বলে বিবেকানন্দ আর কর্মে ওদের ধর্মে ধর্মে দ্বন্দ্ব।’ অভিষেকের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেনি বিজেপিও। যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ নাম না বলেন, ‘একজন কয়লা চোর, গরু চোর, পাথর-বালি পাচারকারীরদের সর্দার বিবেকানন্দকে নিয়ে কথা বলবেন সেটা বাংলার মানুষ শুনবে না।’ লোকসভা ভোটের আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে ব্যাপক রাজনৈতিক জলঘোলা হয়েছিল বাংলায়। বিধানসভার আগে এবার হাতিয়ার বিবেকানন্দও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *