October 29, 2024

সোশ্যাল মিডিয়ার যুগে বিলুপ্তের পথে গিটিংস কার্ডের ঐতিহ্য ।

1 min read

সোশ্যাল মিডিয়ার যুগে বিলুপ্তের পথে গিটিংস কার্ডের ঐতিহ্য ।

দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ- আধুনিক যুগের যাঁতাকলে পড়ে হারিয়ে যাচ্ছে বহু ঐতিহ্য । এই যেমন সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় বিলুপ্তির পথে গিটিংস কার্ডের ঐতিহ্য । একটা সময় নতুন বছরকে স্বাগত জানাতে প্রিয় মানুষটিকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে সকলেই গ্রিটিংস কার্ড উপর ভরসা করত কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমেইল টুইটার গিটিংস কার্ডের ওপর ভরসা অনেকটাই কমিয়ে দিয়েছে ।

আমজনতাকে এখন আর গিটিংস কার্ডের দোকানগুলিতে নতুন বছর এলে ভিড় দেখা যায় না ।তানিয়া দে নামে এক বিষ্ণুপুর শহরবাসী বলেন , আধুনিক যুগের কবলে পড়ে গিটিংস কার্ড এর ঐতিহ্য হারাতে বসেছে কিন্তু আমি এখনো আমার পরিচিতদের গ্রিটিংস কার্ড দিয়ে নতুন বছরকে স্বাগত জানাই ।বিনোদ রক্ষিত নামে এক দোকানদার বলেন , আগে চাহিদা ছিল সাধারণ মানুষের মধ্যে কিন্তু বর্তমানে সেই ভাবে আর চাহিদা নেই । আগের পুরনো গ্রিটিংস কার্ড যেগুলো মজুত রয়েছে সেগুলি এখন বিক্রি করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *