October 29, 2024

বাংলায় দেড় জন লোকের সরকার চলছে বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় 

1 min read

বাংলায় দেড় জন লোকের সরকার চলছে বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় 

কৈলাশ বিজয়বর্গীয়, সর্ব ভারতীয় সা:সম্পাদক, বিজেপি। বাংলায় দেড় জন লোকের সরকার চলছে। আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে পঞ্চায়েতস্তরের প্রতিনিধিদের নিয়ে প্রকাশ্য সভায় বক্তব্য দিয়ে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় দাবি করেন পশ্চিম বাংলায় দেড় জন লোকের সরকার চলছে। একজন বুয়া(পিসি)। অন্যজন ভাইপো। সবক্ষেত্রে দু্র্প্রয়োগ হচ্ছে।

অহংকারী বাংলার এই সরকারে কোনও গণতন্ত্র চলেনা। এখানে সিন্ডিকেট ও কাটমানির সরকার চলছে বলে অভিযোগ তুলে কৈলাশ বলেন রাবণের অহংকারও বেশিদিন চলেনি। দিদিরও চলবে না। কৈলাসের বক্তব্যের বিরোধীতা করেছে তৃণমূল।আসন্ন বিধানসভা ভোটে ৫১ শতাংশ জনমত নিয়ে বিজেপি বাংলার সরকার গড়বে বলে দাবি করেন কৈলাশ। তিনি জানান ক্ষমতায় এসেই কিসান সম্মাননিধি প্রকল্পে বাংলার প্রতি চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা বকেয়া ১৮ হাজার টাকা দেবেন।তৃণমূল শাসনের ১০ বছরে এ রাজ্যে সমস্ত উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছে। এখানে হাতিয়ার ও বোমার উদ্যোগ চলছে। এক সময় কলকারখানা ও শিল্পক্ষেত্রে গোটা ভারতে ২৫ শতাংশ উদ্যোগ ছিল পশ্চিম বাংলায়। বাম ও পরে তৃণমূলের শাসনে সেই উদ্যোগ এখন ২ শতাংশে নেমে গিয়েছে বলে তিনি অভিযোগ করেন।তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকির পাল্টা অভিযোগ বিধানসভা ভোটে জিততে কৈলাসের মত বিজেপির কেন্দ্রীয় নেতারা ওই সব কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন। কিন্তু তাদের ওই আশা পূরণ হবেনা। এদিনের বৈঠকে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ মিলিয়ে এ জেলার ২২৩ জন বিজেপির প্রধান, সভাপতি সহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। যাদের অধিকাংশ মহিলা প্রতিনিধি। তারা রোজ একঘন্টা করে সাংগঠনিক কাজে ঝাঁপাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। জানান সাংসদ সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *