October 29, 2024

বিশিষ্ট চিত্র শিল্পী কুটুদার জীবনাবসান,কালিয়াগঞ্জে শোকের ছায়া

1 min read

বিশিষ্ট চিত্র শিল্পী কুটুদার জীবনাবসান,কালিয়াগঞ্জে শোকের ছায়া

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০ডিসেম্বর:বুধবার ভোরে কালিয়াগঞ্জের চিড়াইল পাড়ার বাড়িতে বিশিষ্ট চিত্র শিল্পী কুটুদা(রবীন্দ্র নাথ তালুকদার) হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।বিশিষ্ট চিত্র শিল্পীর মৃত্যুর খবর পেয়ে শোক বার্তা পাঠান কলকাতার নযে নাটুয়ার নির্দেশক গৌতম হালদার,নন্দ ঘোষ বিভু ভূষন সাহা বিশিষ্ট নাট্যকার চন্দন চক্রবর্তী,কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর প্রসাশক কার্তিক পাল সহ অনেকেই। জানা যায় কুটুদা ১৯৭২ সালে গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশুনা শুরু করেন।১৯৭৫সালে কুটুদা কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক পান।এরপর তিনি দেওঘর রাম কৃষ্ণ মিশনে চিত্র কলার শিক্ষক হিসেবে যোগ দেন।পরবর্তীতে চিত্র কলার

লোভনীয় চাকরী ছেড়ে দিয়ে কালিয়াগঞ্জের বাড়িতে চলে এসে চিত্রকলার সাথে সম্পর্ক ত্যাগ করে বিশিষ্ট চিত্রশিল্পী কিছুদিন নাটকের সথে যুক্ত হয়ে পড়েন।কিন্তূ কোন কিছুতেই তিনি বেশিদিন ধরে থাকতে পারেন নি।এক সময় কালিয়াগজের বাড়িতে এসে তার কাছে অনেকেই চিত্র শিল্পের পাঠ নিতেন।যার মধ্যে নন্দ ঘোষ,বিভু ভূশন সাহা,কানাইলাল সাহা,দ্বীপেশ সাহা ছিল অন্যতম।পরিশেষে কুটুদা ধর্মের মধ্যে বিজ্ঞানের অনেক কিছু খুঁজে পেতেন এবং চায়ের দোকানে বসে সারাদিন কাটিয়ে দিতেন একটার পর একটা আলোচনা করতে। তবে হাতে থাকতো একটি বিড়ি ও চা।জানা যায় যে কোন কঠিন বিষয়কে অত্যন্ত জলের মত বুঝিয়ে দেবার অসাধারন ক্ষমতা ছিল বলে চায়ের দোকানেই তার সকাল সন্ধ্যা কোন দিক দিয়ে কেটে যেত বোঝা যেতনা।তিনি অকৃতদার ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *