October 28, 2024

“যাদের পেটে এখনো আমার দেওয়া ভাত রয়েছে তারা নন্দীগ্রামে আমার ছবিতে কালী লেপন করেছে।”  বললেন শুভেন্দু অধিকারী 

1 min read

“যাদের পেটে এখনো আমার দেওয়া ভাত রয়েছে তারা নন্দীগ্রামে আমার ছবিতে কালী লেপন করেছে।”  বললেন শুভেন্দু অধিকারী 

শুভেন্দু অধিকারী বলেছেন, “যাদের পেটে এখনো আমার দেওয়া ভাত রয়েছে তারা নন্দীগ্রামে আমার ছবিতে কালী লেপন করেছে।”  অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নাম না করে তাঁকে ‘তোলাবাজ ভাইপো’ বলে উল্লেখ করে এই কালি লেপন তারই নির্দেশে হয়েছে বলে উল্লেখ করেন।তিনি বলেন, তিনি ভোটের দিন প্রমান করে দেবেন তিনি নন্দীগ্রামের মানুষের সঙ্গে আছেন কি না।  তিনি বলেন, আজ নন্দীগ্রামে তাঁর ধর্মীয় অনুষ্ঠানে কিছু মানুষ ধর্ম করতে এসেছিলেন। তাঁরা ভুতা মোড়ে আক্রান্ত হয়েছেন। এই আক্রান্ত হওয়াটা মেনে নেওয়া হবে না।  ভারতবর্ষের  নানা ভাষা নানা মতের ঐতিহ্য মেনে চলবেন তিনি।

তার মানে এই নয় যে তাঁরা দুর্বল । তিনি  ঘোষণা করেন,  ৮ জানুয়ারি নন্দীগ্রামে তাঁর রাজনৈতিক কর্মসূচি হবে। সেদিন এক লক্ষ লোকের সমাগম হবে বলে উল্লেখ করেন।  মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “অনেকে কর্মসূচি ঘোষণা করে তা পালন করেন না। শুধু বলেন, পরে করবো, পরে করবো।”  কিন্তু পরে করলে তিনিও তারপরে আবার নন্দীগ্রামে সভা করবেন বলে জানান।এর আগে শুভেন্দু বলেন, মোদিজীর দেখানো পথেই তিনি মানবকল্যাণের কাজ করে যাবেন। যখন জনপ্রতিনিধি ছিলেন তখনও মানব ধর্ম পালন করেছেন। বিধায়ক পদ ছাড়ার পর ও বিজেপি-তে যোগদানের পর শুভেন্দু  আজ প্রথম নন্দীগ্রামে rally  করেন ও ধর্মীয় সভা করেন। টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত Rally হয়।  শুভেন্দুর অভিযোগ, তাঁর rally-তে আসা ভক্তদের রাস্তায় বাধা দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে। বাস ভাঙচুর করা হয়েছে। ভুতা মোড়ে 15/20 জন বিজেপি কর্মী আক্রান্ত হন। তাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি সুপ্রকাশ গিরি জানিয়েছেন, বাস ভাঙচুরের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনভাবেই  জড়িত নয়।  নব্য ও পুরনো বিজেপি’র মধ্যে গন্ডগোলের ফলেই এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *