October 28, 2024

কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক পদে সরকারি অফিসার বসতে পারেন

1 min read

কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক পদে সরকারি অফিসার বসতে পারেন

কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক পদে সরকারি অফিসার বসতে পারেন।  ওই পুরসভার বর্তমান পুর প্রশাসক কার্তিকচন্দ্র পাল সম্প্রতি বিজেপি দলে যোগ দিয়েছেন। তাই তাঁকে ওই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। গত বুধবার রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক পদ থেকে কার্তিক পালকে সরিয়ে দেওয়া হবে। শীঘ্রই ওই পদে নতুন প্রশাসক দায়িত্ব নেবেন।

এদিন সরকারি সূত্রের খবর, এবার ওই পুরসভার প্রশাসক পদে শাসকদলের কোনও রাজনৈতিক ব্যক্তিকে বসানোর সম্ভাবনা কম। সেক্ষেত্রে রায়গঞ্জ মহকুমার কোনও পদস্থ সরকারি অফিসারকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। আরও জানা গিয়েছে কাল সোমবার সে ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে পুর ও নগরোন্নয়ন দপ্তর। প্রসঙ্গত, পুরসভার প্রাক্তন  চেয়ারম্যান কার্তিকচন্দ্র পাল গত শনিবার অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর থেকেই স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপিতে যোগ দেওয়ার পর কার্তিকবাবু নিজে থেকেই পদ ছাড়বেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়। আবার তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যাওয়ার পরে রাজ্য সরকারও তাঁকে ওই পদে আর রাখবে কি না, সেই প্রশ্নও ওঠে। কার্তিকবাবু অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনওমতেই পদ ছাড়বেন না। তবে রাজ্য সরকারই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে অনড় বলে জানা গিয়েছে। কার্তিকবাবু ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকেই পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যানও করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। সম্প্রতি কার্তিকবাবুর পাশাপাশি প্রশাসকমণ্ডলীতে আরও দুই সদস্যকে যোগ করা হয়। বসন্ত রায় ও রাজীব সাহা নামে নতুন দুই সদস্যই গত বোর্ডের কাউন্সিলার ছিলেন।  পুর প্রশাসক পদে কে বসবেন জানতে চাইলে এদিন বসন্তবাবু বলেন, এখনও আমাদের কাছে কোনও খবর নেই। যা করার সরকারের পক্ষ থেকে করা হবে। তবে পুরপরিষেবার কথা ভেবে দ্রুত কাউকে পুর প্রশাসক পদে বসানো জরুরি বলে মনে করেন তিনি।   এই প্রসঙ্গে শনিবার কার্তিক পাল বলেন, প্রশাসক মন্ডলীর সদস্য থাকার বিষয়ে আমি কোনভাবেই চিন্তিত নই। নতুন দল করেছি। সেখানে মনোযোগ দিয়েছি। যদিও দিন কয়েক আগে জানিয়ে দিয়েছিলেন, নিজের যোগ্যতা ও ক্ষমতায় এই পদ অর্জন করেছেন। অত সহজে অন্য কারও হাতে তুলে দেবেন না। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে রায়গঞ্জ মহকুমার অধীনে কালিয়াগঞ্জ হলেও দুই শহরের দূরত্ব ৩০ কিলোমটিারেরও বেশি। তাই রায়গঞ্জের মহকুমা শাসককে ওই দায়িত্ব দেওয়া নাও হতে পারে। কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসকের পদে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কাউকে বসানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *