October 25, 2024

কচিকাঁচাদের নিয়ে বিজেপির উদ্দ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির ৯৬তম জন্মদিন পালন হল বনভোজনের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ এর রামপুরে

1 min read

কচিকাঁচাদের নিয়ে বিজেপির উদ্দ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির ৯৬তম জন্মদিন পালন হল বনভোজনের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ এর রামপুরে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫ডিসেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে শীতকে উপেক্ষা করে প্রচুর সংখক কচিকাঁচাদের নিয়ে বিজেপির কর্মীরা সাত সকালে হাজির হল।সেখানে একঢিলে দুই পাখি মারলো বিজেপির নেতৃত্বরা।একদিকে যেমন প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৬ তম জন্ম বার্ষিকী যথা যোগ্য মর্যাদায় পালন করা হল ।

কচি কাচাদের সামনে প্রাক্তন প্রধান মন্ত্রী তথা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করেন রাজ্য যুব মোর্চা নেতা গৌরাঙ্গ দাস।এদিন  কচিকাঁচাদের নিয়ে রামপুর গ্রামে বড়দিনের পিকনিক উৎসবেও মেতে উঠলো সাড়ে তিনশো কচিকাঁচারা।

রামপুর গ্রামে কব্জি ডুবিয়ে তাদের খাবার ব্যবস্থা করা হয়। কচিকাঁচাদের মধ্যে খুশির আনন্দ দেখা যায়।খাবার মেনুতে ছিল ভাত,ডাল, সব্জি, ডিম ,চাটনি,পরিশেষে দুটি করে মিষ্টি।কালিয়াগঞ্জের বিজেপির বলিষ্ঠ নেতা তথা রাজ্য যুব মোর্চার নেতা গৌরাঙ্গ দাস বলেন শুক্রবার যেহেতু দুটো গুরুত্বপূর্ন দিন আমরা সমনে পেয়েছি। প্রথমে এই দশকের বেশিরভাগ কচিকাঁচাদের ভারতের এক কালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে সম্যক ধারণা তাদেরকে দেওয়া হয়।

সাথে সাথে বড়দিনের আনন্দে মেতে উৎবার জন্য খেলাধুলার ব্যবস্থা ছিল। অন্যদের মধ্যে উপস্থিত চিলেন মধুসূদন গোস্বামী,ভুলু দেবশর্মা।এত সংখক কচি কাচাদের নিযে প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন

পালনের সাথে বড় দিনের পিকনিক করতে।পারায় এক ঢিলে দুই পাখি মারা গেল।কালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহ বলেন তারা কালিয়াগঞ্জ শহরের সমস্ত বুথেই আজ প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারী বাজ পেয়ীর ৯৬তম জন্মদিন পালন করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *