October 28, 2024

দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের কিছু সময়ের মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর প্রশাসক মণ্ডলী থেকে পদত্যাগ করলেন সুশোভন নন্দী

1 min read

দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের কিছু সময়ের মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর প্রশাসক মণ্ডলী থেকে পদত্যাগ করলেন সুশোভন নন্দী

দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ- দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের কিছু সময়ের মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর প্রশাসক মণ্ডলী থেকে পদত্যাগ করলেন সুশোভন নন্দী। বুধবার দুপুরে তিনি সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রাক্তন পৌরপ্রধান বর্তমানে গেরুয়া শিবিরে নাম লেখানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ‘ঘনিষ্ট’ হিসেবে পরিচিত এই তৃণমূল নেতার পৌর প্রশাসক মণ্ডলী থেকে পদত্যাগ ঘিরে জেলা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদি সুশোভন নন্দী তাঁর পেশাগত কারণ ও পারিবারিক সমস্যার কারণেই পদত্যাগ করলেন বলে দাবি করেন।প্রসঙ্গত, দীর্ঘ তিন দশক এক টানা বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান ও সাম্প্রতিক সময়ে পৌর প্রশাসকের দায়িত্ব সামলানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গত ১৮ নভেম্বর তাঁর পদ থেকে অপসারিত করে রাজ্য সরকার। তাঁর স্থলাভিষিক্ত হন দিব্যেন্দু ব্যানার্জী।

একই সঙ্গে নতুন ঐ প্রশাসক মণ্ডলীর অন্য তিন সদস্যের সঙ্গে ছিলেন সুশোভন নন্দীও। এদিন তিনি পেশাগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। যদিও সদ্য বিজেপিতে নাম লেখানো বর্ষীয়ান রাজনৈতিক নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত এই তৃণমূল নেতার ‘পদত্যাগে’র পিছনে অন্য কোন বিশেষ কারণ আছে বলে অনেকেই মনে করছেন।পদত্যাগী সুশোভন নন্দী বলেন, আমার পেশা ও পারিকারিক সমস্যার কারণে আমি সময় দিতে পারছিনা। সেকারণেই পদত্যাগ করলাম। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেদিনীপুরে অমিত শাহের সভায় আমি যাইনি। সরকারী পদে থেকে নীতিবিরুদ্ধ কাজ করা ঠিক না। তবে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তিনি এখনো কোনধরণের চিন্তাভাবনা করেননি বলে দাবি করেন।বিষ্ণুপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসার গোবিন্দ ভট্টাচার্য বলেন, উনি পৌরপ্রশাসক মণ্ডলীতে থাকতে না চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন। তিনি ঐ পদত্যাগপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *