October 28, 2024

রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভোট চাইলেন অশোক 

1 min read

রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভোট চাইলেন অশোক 

একুশের বিধানসভা ভোটের আগেই রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে ভোটের দাবি তুললেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। সম্প্রতি হায়দরাবাদ থেকে চোখের চিকিৎসা করিয়ে শহরে ফিরেছেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোকবাবু। শনিবার তিনি সাংবাদিক সম্মেলন করে দ্রুত পুরভোট করার পাশাপাশি ফের একবার রাজ্যের বিরুদ্ধে শিলিগুড়ির প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব হন।অশোকবাবু বলেন, কারও দয়া-দাক্ষিণ্যে মেয়াদ উত্তীর্ণ প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে বসিনি। মহামারী পরিস্থিতিতে এপিডেমিক ও ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের বিধান অনুযায়ী রাজ্য সরকার আমাদের প্রশাসক বোর্ডের দায়িত্ব দিয়েছে। শিলিগুড়ি শহরের নাগরিকদের স্বার্থে কাজ করছি। পালিয়ে যাইনি, পালিয়েও যাচ্ছি না।

আগেও বলেছি, রাজ্য সরকার শিলিগুড়ি পুরসভাকে অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত করে রেখেছে, এই পুরসভার সঙ্গে বঞ্চনা করা হয়েছে। এখনও একই কথা বলছি। এর উপযুক্ত তথ্যপ্রমাণ আমার কাছে আছে।পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, বিধানসভায় আমি শিলিগুড়ির প্রতি বঞ্চনার কথা বারবার তুলেছি। সম্প্রতি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন গ্রিনসিটি মিশনে আসানসোলকে ৬০ কোটি টাকা দিয়েছেন। শিলিগুড়ি পেয়েছে তিন কোটি টাকা। এর থেকেই তো বোঝা যাচ্ছে বঞ্চিত হয়েছে কোন পুরসভা।পুরসভা ভোট প্রসঙ্গে অশোকবাবু বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট করছে না। মহামারী পরিস্থিতির দোহাই দিয়ে পুরভোট আটকে রাখা হয়েছে। দু’বছর আগেই উত্তর ও দক্ষিণবঙ্গের ২০টির মতো পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ওইসব পুরসভায় ওই সময় থেকে প্রশাসক পরিচালিত বোর্ড চলছে। রাজ্য সরকার চাইলে ওই পুরসভাগুলির ভোট তখনই করাতে পারত। কিন্তু তা করা হয়নি। মহামারী পরিস্থিতিতে কেরল, হায়দরাবাদ, রাজস্থানে পুরভোট হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচন হল। তবে কেন রাজ্য ১০০’র বেশি মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভোটে হবে না? রাজ্যের বিধানসভা ভোটের আগেই ওইসব পুরসভার ভোট হওয়া দরকার। এভাবে অনন্তকাল ধরে মেয়াদ শেষ হয়ে যাওয়া পুরসভায় প্রশাসক বোর্ড থাকতে পারে না। যেদিনই পুরভোট ঘোষণা হবে, আমরা প্রশাসক বোর্ড ছেড়ে দেব।এ ব্যাপারে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, সাড়ে ছ’মাস ধরে অশোকবাবুরা পুরবোর্ড চালাচ্ছেন। শহরে কী কাজ হয়েছে সেটা সকলেরই জানা। পরিস্থিতি স্বাভাবিক হলে রাজ্য সরকার নিশ্চয় ভোট করাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *