October 28, 2024

চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়িতে চা বাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে জখম উভয়পক্ষের আট জন

1 min read

চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়িতে চা বাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে জখম উভয়পক্ষের আট জন

চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়িতে চা বাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে জখম উভয়পক্ষের আট জন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায় দাসপাড়া বালা বাড়িতে সাত কাঠা চা বাগান নিয়ে প্রতিবেশী গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। আজ সকালে হরিপদ মন্ডলের লোকজন চা বাগানে খুঁটি পোঁতার জন্য যায়।

ঠিক তখনই অপর পক্ষের লোকজন দা,কুড়াল রড নিয়ে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে যতীন রায়ের পরিবারের ৫ জন এবং হরিপদ মন্ডলের পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়। পূর্ন মন্ডল বলেন আমার দাদু হরিপদ মন্ডলে নামে রেকর্ড করা আছে। কিন্তু যতিন রায়ের লোকজন ঐ জমি দখল করে নেয়। আজ আমরা বাগানে খুঁটি পোঁতার জন্য গেলে আমাদের উপর হামলা চালায়। এই হামলায় আমাদের পরিবারের তিনজন গুরুতর জখম হয়। অন্যদিকে যতিন রায় বলেন আমরা দীর্ঘদিন ধরে এই জমি ভোগ দখল করে আসছি। আজ ওরা জমি দখল করার জন্য দলবল নিয়ে খুঁটি পোঁতার চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর হামলা চালায়। এই ঘটনায় আমাদের পাঁচজন গুরুতর জখম হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *