October 27, 2024

মুক্তির পথ রায়গঞ্জের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির-

1 min read

মুক্তির পথ রায়গঞ্জের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১৬ডিসেম্বর: মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির পথ রায়গঞ্জে”- এর উদ্যোগে রায়গঞ্জ থানার অন্তর্গত ধুয়াবিশুয়া গ্রামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় |

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাহিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিল্বনাথ পাল মহাশয়,রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী অতনু বন্ধু লাহিড়ী মহাশয়,উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক শ্রী সুব্রত সরকার ,রায়গঞ্জ মুক্তির কান্ডারীর সম্পাদক শ্রী কৌশিক ভট্টাচার্য্য মহাশয়,অখিল ভুবন বিদ্যার্থী প্রতিষ্ঠানের সম্পাদক তথা আইনজীবী শ্রী অরিন্দম প্রামানিক মহাশয় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা ৷এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি রায়পুর সমাজ কল্যাণ কুমারডাঙ্গী জনকল্যাণ সুরক্ষা সমিতি, রায়গঞ্জ একমুঠো হাসি,রায়গঞ্জ অগ্রগামী,মুক্তির সেতু প্রভৃতি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা৷আজকের এই শিবিরে বিশেষভাবে উপস্থিত ছিলেন কুচবিহার ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক শ্রী ফণিভূষণ সাহা মহাশয়।

আজকের শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ২০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন ৷ আজকের এই শিবিরে মাস্ক বিতরনের জন্য বেশ কিছু মাস্ক আমাদের হাতে তুলে দেন ব্লক সহ সভাপতি মানস ঘোষ ৷ এরজন্য আমরা মানস ঘোষের কাছে কৃতজ্ঞ। এছাডাও আজকের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য যারা দূর-দূরান্ত থেকে তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে উপস্থিত হয়েছেন আমরা তাদের কাছেও কৃতজ্ঞ |আজকের শিবিরের সমস্ত স্বেচ্ছা ও বীর রক্তদাতাদের মুক্তির পথ এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা |আজকের অনুষ্ঠানের শুরুতেই বাহিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবিরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং বলেন- “প্রত্যন্ত এই গ্রামীণ অঞ্চলে আজকের এই শিবির আগামী দিনে আশার আলো দেখাবে৷”তিনি আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির করার জন্য মুক্তির পথ রায়গঞ্জ- এর তরুণ সম্পাদক শ্রী সামিম আক্তার সহ সংস্থার সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।এবং তাদেরকে এইরকম মহৎ কাজ করার জন্য ভীষণভাবে উৎসাহ করেন।আজকের এই শিবিরে সংগঠনের সম্পাদক সামিম আক্তার ও সভাপতি প্রণব দেবনাথের হাত দিয়ে দুজন বিশিষ্ট সমাজসেবী ব্যক্তি শ্রী সুব্রত সরকার ও কৌশিক ভট্টাচার্যের হাতে “মুক্তির পথ রায়গঞ্জের” পক্ষ থেকে সম্মাননা পত্র প্রদান করা হয় ।

 

6 thoughts on “মুক্তির পথ রায়গঞ্জের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *