October 28, 2024

কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর ফেন্সিডিল উদ্ধার

1 min read

কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রচুর ফেন্সিডিল উদ্ধার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২ডিসেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভারত-বাঙলাদেশে সীমান্তের অনন্তপুর অঞ্চল পাচার কারীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে।প্রায়শই ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিষ সীমান্তের বি এস এফ এর চোখে ধুলো দিয়ে।কালিয়াগঞ্জ থানার আই সি সোনাম লামা

এই সমস্ত পাচার কারীদের রুখতে কালিয়াগঞ্জ থানার উদ্দ্যোগে বিভিন্ন দিন রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রাম গুলিতে টহল দিয়ে যাতে পাচারকারীদের শায়েস্তা করা যায় সে ব্যাপারে দারুন পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানা যায়।সম্প্রতি কালিয়াগঞ্জ ব্লকের ১নম্বর অনন্তপুর অঞ্চলে রাতে গা ঢাকা দিয়ে থাকার সময় দেখতে পায় এক ব্যক্তি অনন্তপুর সীমান্তের মোহনপুর দিয়ে পাচার করবার উদ্দেশ্যে সীমান্তের ধারে যেতেই সেই।পাচার কারীকে ধরে ফেলেন।দেখা যায় প্রচুর ফেন্সিডিল বাংলাদেশে পাচার করবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।কালিয়াগঞ্জ থানার পুলিশ সাথে সাথে তাকে গ্রেপ্তার করে।ধৃত ব্যক্তির নাম সুকুমার বর্মন।পরের দিন ধৃত সুকুমার বর্মনকে রায়গঞ্জ কোর্টে পাঠিয়ে দেওয়া হয়।কালিয়াগঞ্জ থানার মেজবাবু বলেন তারা নিয়মিত ভাবে বাংলাদেশি পাচারকারীদের রুখতে কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাঙলাদেশ সীমান্তের পার্শ্ববর্তী গ্রামগুলোতে দৃষ্টি রাখছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *