October 28, 2024

বাঙালি সাবেকিয়ানার ধুতি পাঞ্জাবি পরে শ্রীখোল বাজিয়ে কীর্তন করে রাস উৎসব সূচনা করলেন শুভেন্দু অধিকারী।

1 min read

বাঙালি সাবেকিয়ানার ধুতি পাঞ্জাবি পরে শ্রীখোল বাজিয়ে কীর্তন করে রাস উৎসব সূচনা করলেন শুভেন্দু অধিকারী।

মন্ত্রীত্ব ত্যাগ করার পর এই প্রথম নিজের নন্দীগ্রামের বিধানসভায় নন্দীগ্রাম এলাকায় গেলেন সদ্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চটি অরাজনৈতিক হলেও রাজনৈতিক মহলে শিরোনামে ছিলেন শুভেন্দু অধিকারী।

এদিন নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে কয়েক হাজার বাইক মিছিল করে শুভেন্দু অধিকারী কে নন্দীগ্রাম রাস মঞ্চ কমিটির উদ্যোক্তারা শুভেন্দু অধিকারী কে নিয়ে আসছেন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে রাসমঞ্চে।বাঙালির সাবেকিয়ানা ধুতি পাঞ্জাবি পরে মঞ্চ থেকে শ্রীখোল বাজিয়ে রাসযাত্রার উৎসব সূচনা করলেন শুভেন্দু অধিকারী।

রাধা কৃষ্ণ যুগল চরণে পুষ্পার্ঘ্য দেন শুভেন্দু অধিকারী।এইদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন নন্দীগ্রামে এমন কোন অনুষ্ঠান নেই যাতে আমি আসিনি, দুর্গা পূজা পুষ্পাঞ্জলী দিয়ে গিয়েছি। ঈদ হোক বা রাস হোক সব অনুষ্ঠানে আমি এসেছি এবং আগামীতেও আসবো। আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। এবং শিখোল বাজিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ধর্মীয় শোভাযাত্রা শুভ সূচনা করেন শুভেন্দু অধিকারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *