October 28, 2024

মালগাঁওয়ে মিমের সভায় কংগ্রেস,বাম ও তৃণমূলের সাথে জোট করে বিজেপিকে হারানোর আহ্বান-

1 min read

মালগাঁওয়ে মিমের সভায় কংগ্রেস,বাম ও তৃণমূলের সাথে জোট করে বিজেপিকে হারানোর আহ্বান-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯,নভেম্বর:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত মালগাঁও অঞ্চলের মাদ্রাসার পার্শ্ববর্তী ময়দানে বিধান সভা নির্বাচনকে পাখির চোখ একটি সভা করে। সেখানে মিমের উত্তর দিনাজপুর জেলার কর্নধার আব্দুল ওহাব সরকার বলেন আসুন বিজেপিকে হারাতে আমরা তৃণমূল,মিম,বাম ও কংগ্রেস একসাথে জোটবদ্ধ হয়ে বিজেপিকে হারানোর পথ প্রসস্থ করি।

আগামী বিধান সভা নির্বাচনে আমরা মিম দলের পক্ষ থেকে কালিয়াগঞ্জে প্রাথী দেব বলে আব্দুল ওয়াহাব জানান।তিনি বলেন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের প্রস্তাবে যদি রাজি না হয় আমরা একাই সে ক্ষেত্রে লড়াইয়ের ময়দানে নামবো।আব্দুল ওয়াহাব বলেন উত্তর দিনাজপুর জেলার অপর আসন গুলিতেও আমাদের দল প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।তিনি জানান শনিবারের এই সভায় শতাধিক সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ আমাদের মিম দলে যোগ দিয়েছেন।তিনি জানান উত্তর দিনাজপুর র জেলায় আজ পর্যন্ত চার লাখ সংখ্যালঘু সম্প্রদায় মানুষ মিম দলের সদস্য হয়েছে বলে জানান। কালিয়াগঞ্জের বাম,কংগ্রেস এবং তৃণমূল সবাই মিমের এই আহ্বানকে কোন গুরুত্ব দিতে নারাজ। রাজ্য রাজনীতি যখন রাজ্যের মন্ত্রী শুভেন্দুর পদত্যাগ নিয়ে সরগরম তখন মিম এসে বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জে প্রার্থী দেবে এই খবরে তৃণমূল দুশ্চিন্তার মধ্যে পড়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *