October 28, 2024

ভাইফোঁটার আনন্দে সামিল করতে অভিনব উদ্যোগ নিয়েছে রায়গঞ্জের কর্ণজোড়া অবস্থিত সূর্যোদয় মুখ ও বধির আবাসিক হোম কর্তৃপক্ষ

1 min read

ভাইফোঁটার আনন্দে সামিল করতে অভিনব উদ্যোগ নিয়েছে রায়গঞ্জের কর্ণজোড়া অবস্থিত সূর্যোদয় মুখ ও বধির আবাসিক হোম কর্তৃপক্ষ

ওরা কেউই কথা বলতে পারে না ,শুনতেও পায় না।ওদের করো অভিভাবক নেই । সারা বছর ওরা চার দেওয়ালের মধ্যে আটকে থাকে । এবছর ৪৯ জন ছেলে ১৩ জন মেয়ে কিশোর ও কিশোরী কে ভাইফোঁটার আনন্দে সামিল করতে অভিনব উদ্যোগ নিয়েছে রায়গঞ্জের কর্ণজোড়া অবস্থিত সূর্যোদয় মুখ ও বধির আবাসিক হোম কর্তৃপক্ষ। আর এবছর অতি মারির কারনে এরা পুরোপুরি বন্দী চার দেওয়ালের মধ্যে। আজ সেই বন্দী দশার থেকে একটু আনন্দের স্বাদ পেল ভাইফোঁটার মধ্য দিয়ে ওরা।

রাজ্যে একমাত্র সমাজ কল্যাণ দপ্তর এর অধীন রায়গঞ্জের কর্ণজোড়া অবস্থিত সূর্যোদয় মুখ ও বধির হমে পালিত হল আজ ভাই ফোঁটা উৎসব। আজকের এই ভাইফোঁটা অনুষ্ঠানটিকে ঘিরে এই মুখ ও বধির কিশোর-কিশোরীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। করণা আবহে এবার সেইভাবে ঘটা করে অন্যবারের মতো ভাইফোঁটার আয়োজন না হলেও কমতি ছিল না

কোন কিছুরই এই ভাইফোঁটা অনুষ্ঠানটিকে ঘিরে। আজকে এই ভাইফোঁটার অনুষ্ঠান এ মুখ ও বধির কিশোরীরা নিজেরাই মাছের বিভিন্ন রকম রান্না করে মূক ও বধির কিশোর ভাইদের যেমন খায়ালো। তেমনই এক রকম মিষ্টি ছিল

ভাইদের পাতে। সব মিলে ভাইফোঁটার অনুষ্ঠানটিকে ঘিরে এক অন্যরকমের ভাইফোঁটা দেখা গেল রাজ্যে একমাত্র সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অবস্থিত রায়গঞ্জ কর্ণজোড়া য় মূক ও বধির সূর্যোদয় হোম এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *