October 28, 2024

নেপালে পাচারের আগে উদ্ধার বহু ময়না পাখি , গ্রেপ্তার ২

1 min read

বহু ময়না পাখি নেপালে পাচারের আগে উদ্ধার  , গ্রেপ্তার ২

শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জি গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাতে মাটিগাড়া থেকে নেপালের উদ্দেশ্যে ময়না পাচারের খবর আসে শালুগাড়া রেঞ্জে ।

খবর পেয়ে শালুগাড়ার রেঞ্জের অফিসার সঞ্জয় দত্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এর কাছে পৌঁছালে দেখতে পাওয়া যায় একটি গাড়ি থেকে পাখি গুলো নামানো হচ্ছিল । সেই সময় সেখান থেকে তারা পালিয়ে যায় । তাদের মধ্যে ২ জনকে শনাক্ত করতে পারে বনকর্মীরা ।তারা ময়না পাখি নেপালে পাচার করে দীর্ঘদিন ধরে । একটি ময়না পাখি ৩ হাজার টাকা করে বিক্রি করা হয় বলে জানা গেছে । তাদের মধ্যে দুজনের নাম পাওয়া যায় । এদের দুজনের বাড়ি নকশালবাড়ি এলাকায় বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে । তাদের নামে কোর্টের দ্বারস্থ হয়ে মামলা জারি করা হয়েছে। বনদপ্তর এর পক্ষ থেকে উদ্ধার করা পাখিগুলিকে বেঙ্গল সাফারি পার্কের ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *