October 28, 2024

বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল , হামলা কোনো নতুন ব্যাপার নয় ‘ শিলিগুড়িতে ফিরে বললেন দিলীপ ঘোষ

1 min read

বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল , হামলা কোনো নতুন ব্যাপার নয় ‘ শিলিগুড়িতে ফিরে বললেন দিলীপ ঘোষ

শিলিগুড়ি থেকে উদায়ন মুখার্জি  হামলা কোনো নতুন ব্যাপার নয় এর আগেও অনেকবার হয়েছে হামলা । তবে হামলা যত হয়েছে বিজেপি ততই এগিয়েছে। আমাদের কার্যকর্তাদের যত জোস হিম্মত আছে আমরা এই ভাবেই ১৮ টা সাংসদ সিট জিতেছি।একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তৃণমূল ততই ভয় পাচ্ছে তাই বিজেপি কার্যকর্তাদের উপর এভাবে হামলা চালাচ্ছে । আমরা স্লোগান দিয়েছিলাম ১৯ সে হাফ ২১ সাফ মানুষ ইতিমধ্যে হাফ করে দিয়েছে । 

তবে এই হামলা কিভাবে ঝেলতে হবে তা বিজেপি কার্যকর্তাদের জানা আছে।আজ জয়গাঁয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে ঢিল ছোঁড়া এবং অন্য কার্যকর্তাদের ওপর হামলা প্রসঙ্গে শিলিগুড়িতে ফিরে সাংবাদিক বৈঠকে এভাবেই তৃণমূল সরকারকে বিঁধলেন দীলিপবাবু।বিজেপির কার্যকর্তা এই হামলা কে প্রতিহত করতে ক্ষমতা জোগাড় করেছে বাকি কেন্দ্রীয় সরকার দেখে নেবে। তবে ভারতের একটা রাজ্যে যেখানে গণতন্ত্র নেই যেখানে রাজনৈতিক নেতা-নেত্রীরা সুরক্ষিত নেই । সেখানে এভাবে বেশিদিন চলতে পারেনা । তাই এর জন্য পরিবর্তন দরকার। তিনি বলেন বাংলার এই হিংসার রাজনীতি বন্ধ করার জন্য পরিবর্তন খুব দরকার। যা বাংলার মানুষ বুঝে গেছে। তবে আমরা প্রস্তুত রয়েছি এভাবে হামলা চালিয়ে এক দুটো গাড়ি ভাঙতে পারে । কিন্তু মনোবল ভাঙতে পারবেনা । আমরা তৈরি রয়েছি। রাজ্যে প্রতিদিনই বিজেপি কার্যকর্তাদের তৃতীয় দফায় হামলা হচ্ছে পশ্চিমবঙ্গে কোথায় রয়েছে গণতন্ত্র। এখানকার রাজ্য সরকার নিজেই প্রমান করছে এই রাজ্যে গণতন্ত্র নেই।যত নির্বাচন এগিয়ে আসবে ততই রাজনৈতিক হিংসা বাড়বে কারণ ভয়ের পরিবেশ ছাড়া তৃণমূল জিততে পারবে না তাই ওরা রাজনৈতিক হিংসা এবং বিজেপি কার্যকর্তাদের হামলা বাড়বে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *