October 28, 2024

করোনা আবহে লকডাউনের জেরে কমেছে বায়ুদূষণ । রায়গঞ্জ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে

1 min read

করোনা আবহে লকডাউনের জেরে কমেছে বায়ুদূষণ । রায়গঞ্জ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে

করোনা আবহে লকডাউনের জেরে কমেছে বায়ুদূষণ। আর তার ফলে শিলিগুড়ি থেকে তো বটেই এমনকী রায়গঞ্জ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া খুললেই ভরে গেছে উত্তরবঙ্গের বাসিন্দাদের পোস্ট করা কাঞ্চনজঙ্ঘার ছবিতে। কেউ বা তুলেছেন বাড়ির ছাদ থেকে, কেউ সরাসরি জানলা দিয়ে। এই কাঞ্চনজঙ্ঘা দেখতেই দেশ-বিদেশের পর্যটক ছুটে আসেন উত্তরবঙ্গে। কথায় বলে, প্রকৃতিদেবীর কৃপা না হলে তার দর্শন মেলে না।

সত্যিই তাই। মেঘলা আকাশে শৃঙ্গ না দেখতে পেয়েই যে ফিরে যেতে হয়েছে কত পর্যটককে, তার ইয়ত্তা নেই। কিন্তু এবার যেন দরাজ হাতে কাঞ্চন-দৃশ্য উপুড় করে দিয়েছেন প্রকৃতিদেবী। করোনা, লকডাউন সব মিলিয়ে পাহাড় এখন কার্যত পর্যটক শূন্য। শৈলশহরে হাতে গোনা পর্যটকের ঘোরাফেরা। সমতলের শিলিগুড়ি থেকেও পাহাড়ে বেড়াতে যাওয়ার সংখ্যাটাও অনেকটাই কম। গাড়ির সংখ্যাও অনেক কম। হয়তো ভিড় কম বলেই নিভৃতে নিজের সাজ মেলে ধরেছে কাঞ্চনজঙ্ঘা। এখন তাই গত কয়েক দিন ধরে প্রায় প্রতিদিনই শিলিগুড়ি ও লাগোয়া এলাকা থেকে সাত সকালে পাহাড়ের দিকে চোখ মেললেই ধরা পড়ছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *