October 24, 2024

কালিয়াগঞ্জ শহরের শান্তিকলোনি থেকে উদ্ধার করা হল ভেজাল সন্দেহে ২৫০টিন সর্ষের তেলের সাথে ৭০০খালি টিন, রাসায়নিক দ্রব্যের শিশি,গ্রেপ্তার -৩

1 min read

কালিয়াগঞ্জ শহরের শান্তিকলোনি থেকে উদ্ধার করা হল ভেজাল সন্দেহে ২৫০টিন সর্ষের তেলের সাথে ৭০০খালি টিন, রাসায়নিক দ্রব্যের শিশি,গ্রেপ্তার -৩

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২,নভেম্বর:রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনীর একটি সর্ষের তেলের মিলের পাশে থাকা গোডাউন থেকে পুলিশ অতর্কিতে হানা দিয়ে মিলের গোডাউন থেকে ২৫০টিন ভেজাল সন্দেহে সর্ষের তেলের টিন উদ্ধার করে।এছাড়াও প্রায় ৭০০ খালি টিন এবং ভেজাল দেবার বিভিন্ন রাসায়নিক দ্রব্যের শিশির সাথে বিভিন্ন তেলের ব্র্যান্ডের ছবি উদ্ধার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

জানা যায় মিলের ম্যানেজার ,দ্বীপ সাহা এবং মিলের দুই কর্মচারী বিজয় রাজবংশী এবং পাতালু দেব শর্মাকে গ্রেপ্তার করা হয়।ধৃত তিনজনকেই সোমবার কালিয়াগঞ্জ থানা থেকে রায়গঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান কালিয়াগঞ্জ থানার আই সি সোনাম লামা।গতকাল রবিবারের ভেজাল সর্ষের তেল উদ্ধারের নেতৃত্ব দেন কালিয়াগঞ্জ থানার আই সি সোনাম লামা।তাকে সাহায্য করেন থানার মেজবাবু পিনাকী সরকার সহ সক বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার করা ভেজাল তেলগুলি কালিয়াগঞ্জ থানায় রাখা হয়।

ভেজাল তেলের কারবারীদের ধর পাকর চলে রবিবার বেশ রাত পর্যন্ত।কালিয়াগঞ্জ থানার আই সি সোনাম লামা বলেন এই ভেজাল তেলের কারবাড়িদের সাথে কলকাতা পুলিশের একজন কর্মী যুক্ত আছেন বলে তার কাছে খবর আছে।এই কলকাতা পুলিশে কর্মরত যুবক নাকি কলকাতায় বসেই এই কাজের সাথে যুক্ত।তাকে গ্রেপ্তার করবার জন্য জোর চেষ্টা চলছে। এই ঘটনায় কালিয়াগঞ্জ শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা যায় কালিয়াগঞ্জ শহরকে সর্ষের তেলের জন্য একসময় কানপুর বলা হত।কিন্তূ কিছু অসাধু তেল ব্যবসায়ীদের অধিক মুনাফা করবার কারনে শহরের কয়েকটি তেল মিল বাদে অধিকাংশ মিলেই ভেজাল সর্ষের তেলের কারবার কমবেশি চলছে।কালিয়াগঞ্জ থানার আই সি সোনাম লামা মাস দুই আগেও একটি সর্ষের তেল মিলে হানা দিয়ে বেশ কিছু ভেজাল তেল উদ্ধার করলেও ভেজাল তেলের কারবার কমার কোন লক্ষণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *