October 27, 2024

ডালিমগাও স্পোর্টস একাডেমির উদ্দ্যোগে সেলফি কাপ খো-খো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ফিল্ড ফাইটার

1 min read

ডালিমগাও স্পোর্টস একাডেমির উদ্দ্যোগে সেলফি কাপ খো-খো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ফিল্ড ফাইটার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮,অক্টোবর:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী।মাঠে ডালিমগাও স্পোর্টস একাডেমির উদ্দ্যোগে অনুষ্ঠিত সেলফি কাপ খো-খো লিগে চ্যাম্পিয়ন ফিল্ড ফাইটার এবং রানার্স র রযাল খো-খো।খেলায় বেস্ট প্লেয়ার অফ দি ফাইনাল ম্যাচ শুভাশীষ সাতরা।

রানার্স অফ দি টুর্নামেন্ট -জীবন বর্মন,চে চেজার অফ দি টুর্নামেন্ট-দুলাল বর্মন,গার্লস প্লেয়ার অফ দি টুর্নামেন্ট-সুনু বর্মন।খেলায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য ও জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,বিশিষ্ট ক্রীড়াবিদ বৈকুণ্ঠ বৈশ্য।

খো-খো খেলার ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে প্রাইজ মানি দুই হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফির সাথে দের হাজার টাকা দেওয়া হয়।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়াবিদ বৈকুণ্ঠ বৈশ্য সহ বিশিষ্ট ব্যাক্তিগন।ডালিমগাও স্পোর্টস একাডেমির কর্নধার বরুণ দাস দুঃখ প্রকাশ করে বলেন ডালিমগাও স্পোর্টস একাডেমির দশ বছর পূর্ণ হয়ে গেলেও তাদের নেই নিজস্ব খেলার মাঠ।

প্রত্যন্ত অঞ্চল থেকে খো-খো খেলোয়াড়দের কয়েক মাইল সাইকেল চালিয়ে তাদের কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী বিদ্যালয়ের মাঠে প্রতিদিন অনুশীলন করতে আসতে হয়।পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের কর্মকর্তাদের সেইজন্য তিনি অভিনন্দন জানান মাঠটি ব্যবহার করতে দেবার জন্য।বরুণ বাবু বলেন তাদের ইচ্ছা ছিল এবার অনেক বড় করে খো-খো খেলার আসর বসানোর ইচ্ছা ছিল।কিন্তূ একদিকে করোনার মহামারী অপর দিকে খেলা পরিচালনার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন।দুটি কারণেই খেলাটি যেভাবে করার ইচ্ছা ছিল সে ভাবে করতে পারিনি।আমরা এইসব প্রতিভাদের বিকাশ ঘটানোর ব্যাপারে স্পনসর পাওয়া খুব মুশকিল।স্পন্সর পেলে আরো অনেক প্রতিভাবান ছেলে মেয়েদের খুঁজে বের করা সম্ভব হয়।তবে আগামীতে আমরা চাই খো-খো খেলার উন্নয়নে আমাদের এই খেলায় এগিয়ে আসুক বেশ কিছু খেলা প্রেমী স্পন্সরগন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *