October 27, 2024

সমাজ-বন্ধু’ পুরস্কারে সম্মানিত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড:তাপস পাল

1 min read

সমাজ-বন্ধু’ পুরস্কারে সম্মানিত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড:তাপস পাল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭অক্টোবর:বোলপুরের প্রান্তিক কেয়ার দ্যা আর্থ-এর কর্ণধার সমাজসেবিকা শ্রীমতি অর্চনা চক্রবর্তী স্মৃতি স্মরণে ২রা আগস্ট মাতৃ দিবস উদযাপান হয় কভিড-১৯ এর কারণে এই অনুষ্ঠান ১৪ই অক্টবর ২০২০তে আয়োজিত হয় |

প্রান্তিক কেয়ার দ্যা আর্থ, নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত একটি রিসার্চ ও ট্রেনিং সেন্টার | বার্ষিক এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশেষ কারণে খ্যাত ব্যক্তিদের তাদের কাজকে সাধুবাদ জানাতে ও আরও উৎসাহিত করতে প্রান্তিক কেয়ার দ্যা আর্থ সম্মানিত করে |

এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিখ্যাত বাউল লোকশিল্পী রতন কাহার | এবছর ‘ সমাজবন্ধু ‘ সম্মানের জন্য আমন্ত্রিত হন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: তাপস পাল | কারণ হিসেবে তাপস বাবুর অগণিত সমাজসেবা মূলক কাজের ফর্দের কথা বলেন অংশুমান বাবু |

তাপস বাবুর গবেষক বন্ধু প্রহ্লাদ বাবুর কাছে জানতে পারে এই কভিড-এর সময়ে গোপনে বহু প্রাক্তনী গরীব শিক্ষার্থীদের বাড়িতে ২০-২৫কিলো করে চালের বস্তা পৌঁছে দিয়েছেন বেতনের টাকা থেকে | অথচ তাপস একটিও ছবি তোলার বা সোশ্যাল মিডিয়াতে এধরণের ফটো দিতে নারাজ | এমনকি আমরা যে কয়েক জন গবেষক ড: তাপস পালের অধীনে রয়েছি আমাদের মাধ্যমেই এই চালের বস্তা পৌঁছে দিতে সাথে নির্দেশ কে পাঠিয়েছে সেটা যেন না বলা হয় |

প্রান্তিক কেয়ার দ্যা আর্থ প্রতি বছর এমন মানুষদের খুঁজে বের করে যারা শিক্ষার্থীদের ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন | তার জন্য তারা উপযুক্ত সার্ভে করে সমাজের সে সমস্ত মানুষকে খুঁজে বের করে যারা সত্যিকারের সমাজ বন্ধু | প্রান্তিক কেয়ার দ্যা আর্থ-এর ফাউন্ডার শ্রী আমল কৃষ্ণ চক্রবর্তী ও সেক্রেটারি অংশুমান চক্রবর্তী বলেন তাপসের কাজের শেষ নেই | আর দশটা মানুষের থেকে সবসময় আলাদা করে ভাবে |

কখনও একটি পিএইচডি থিসিস একটি গাছ রোপন, কখনো বাংলাদেশ গিয়ে এক মিনি এক হাজার গাছ রোপন কর্মসূচি পালন করে আসে, কখনো বাদুড় বাঁচাতে জাতীয় সড়কের দিক পরিবর্তন করার জন্য আন্দোলনে নামে, করোনার সময় কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ মিউনিসিপালিটিকে এবং ইটাহার থানায় হ্যান্ডওয়াশ স্টেশন চালুর প্রস্তাব দেয়, শীত কাল আসলে গরীব ছাত্র দের সোয়েটার ও মোজা কিনে দেয়, কখনো স্থিতিশীল কলেজ ক্যাম্পাস তৈরির জন্য,

কখনো সেলফি-ট্রি, বৃক্ষ রাখি বন্ধন উৎসব , বর্ণ পরিচয় দিবস, প্লাস্টিক ফ্রি বিবাহ, কখনো লকডাউন ফর ক্লাইমেট, কখনো ধর্মীয় অর্থ সমাজের জন্য ব্যবহার নির্দেশ, ডিজিটাল পোস্ট মাস্টার চালুর প্ল্যানিং, ওজোন দিবসে ওজোন-বৃক্ষ কর্মসূচি, লকডাউনে পথপশুদের খাওয়ানো, অনুষ্ঠানের উদবৃত্ত খাদ্য বস্তি অঞ্চলে বিতরণ, পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে নিজের লেখা বই বিনা পয়সায় দান, গ্রীন সিটি প্ল্যানিং, নন্দন-কানন প্রকল্প, বিবাহ-বৃক্ষ, অনাথ আশ্রমে কবিগুরু রবীন্দ্র নাথ স্মরণে প্রতীকী মূর্তি দান, দরিদ্র ট্যালেন্ট যুক্ত শিক্ষার্থীদের গবেষণায় সুযোগ দেওয়া এরকম বহু সমাজসেবা মূলক কাজ আমরা তাপস বাবুর ওপর অনুসন্ধান লাগিয়ে পেয়েছি | তাই এবছরের সমাজ-বন্ধু পুরস্কার দিয়েছে |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *