October 27, 2024

কালিয়াগঞ্জে বাম-কংগ্রেস মহামিছিলে করোনাকে গুরুত্বহীন, পাখির চোখ বিধানসভা নির্বাচন

1 min read

কালিয়াগঞ্জে বাম-কংগ্রেস মহামিছিলে করোনাকে গুরুত্বহীন, পাখির চোখ বিধানসভা নির্বাচন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫,অক্টোবর:উত্তর দিনাজপুর জেলার সাথে কালিয়াগঞ্জ শহরেও প্রতিদিন করোনাসুরের থাবায় যে ভাবে শুধু যে আক্রান্ত হচ্ছে তা নয় প্রাণও চলে যাচ্ছে সে ব্যাপারে কোন রাজনৈতিক দলের নেতৃত্ব সামান্যতম আতঙ্কিত নয়।কদিন আগে কালিয়াগঞ্জের শাসক দলের বিধায়ক তপন দেবসিংহ করোনায় আক্রান্ত হবার পর সুস্থ হয়েই এক অনুষ্ঠানে বলেই ফেললেন করোনার চেয়ে আমার কাছে গুরুত্ব গ্রামের মানুষদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা।এতে যদি আমার আবার করোনা হয় হবে।তাই বলে কি ঘরে বসে থাকব?

এ রকম বক্তব্য শুধু শাসক দলের নেতাদেরই নয় বিরোধী দলের সমস্ত রাজনৈতিক সদস্যদেরই।শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বৃহস্পতিবার দুপুরে বিজেপি সরকারের কৃষি বিল বাতিল, ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং কৃষি পণ্য খাদ্য ব্যবসায়ীদের হাতে তুলে দেবার প্রতিবাদে কালিয়াগঞ্জ শহরে টাটফাটা রোদ্রকে উপেক্ষা করে বাম ও কংগ্রেস জোটের সমর্থকেরা কালিয়াগঞ্জ শহরে মহামিছিল বের করে। যার নেতৃত্বে ছিল বামেদের পক্ষে সিপিআই এমের বলিষ্ঠ নেতা ভারতেন্দ্র চৌধরী,আর এস পির দেবব্রত কর ,নির্মল সরকার এবং কংগ্রেসের পক্ষে শহর কংগ্রেসের পক্ষে শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল এবং ব্লক কংগ্রেসের সভাপতি সুজিৎ দত্ত।কংগ্রেসের অন্যান্য দের মধ্যে।

ছিল গিরিধারী প্রামানিক,যুব সৌম্য দত্ত,মঞ্জুরী দত্ত দাম,বুল দত্ত এবং জাহেদা খাতুন। ব্যাপক মানুষের সমাগম হলেও করোনার আতঙ্ক বলে কিছু ছিলনা মিছিলকারীদের মধ্যে।ফলে ছিলনা মাস্ক, সমাজিক দূরত্বের ছিলনা কোন বালাই। বামফ্রন্টের নেতা ভারতেন্দ্র চৌধরী বলেন বর্তমানে কেন্দ্রের বিজেপি এবং আমাদের রাজ্যের তৃণমূলের সর কার মুদ্রার এপিঠ আর ওপিঠ।এরা ভারত তথা এ রাজ্যের মানুষদের জাতা কলের মধ্যে পিষে মারার চেষ্টা করছে।মানুষ হাফ ছেড়ে বাঁচতে চাইছে।আমরা তাই এই দুই রাজনৈতিক দলের বিকল্প হিসেবে সি রাজ্যে জোটের মাধ্যমে লড়াই করবার সার্বিক প্রস্তুতি নিয়েছি।মানুষ এদের বিকল্প হিসেবে বাম কংগ্রেস জোটের কথা নিশ্চয় ভাববে বলেই তার বিশ্বাস।কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি সুজিৎ দত্ত বলেন কেন্দ্র কৃষকের ভালো করবার নামে কৃষকদের সর্বনাশের পথে যেমন নিয়ে যাচ্ছে ঠিক অন্য দিকে রাজ্যের তৃণমূল সরকার আজ সব দিক দিয়েই ব্যার্থ।বেকার যুবকদের কাজ নেই।যদিওবা কোন সুযোগ থাকে সেখানে আগেই দশ বা বারো লক্ষ টাকায় চাকরি বিক্রি হচ্ছে।আমরা তাই বাম কংগ্রেস জোট প্ৰকৃত জোটের মাধ্যমে লড়াই করে বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করে এ রাজ্যের মানুষদের একটা স্বচ্ছ সরকার উপহার দিতে চাই বলে জানান।আজকের বাম কংগ্রেস জোটে চাষিরা লাঙল ঘাড়ে করে নিয়ে সারা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *