October 27, 2024

উত্তর দিনাজপুর জেলার সঙ্গীত জগতের নক্ষত্র পতন,সঙ্গীত শিল্পী গৌর কুন্ডু প্রয়াত হলেন রায়গঞ্জ হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের অবহেলায়

1 min read

উত্তর দিনাজপুর জেলার সঙ্গীত জগতের নক্ষত্র পতন,সঙ্গীত শিল্পী গৌর কুন্ডু প্রয়াত হলেন রায়গঞ্জ হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের অবহেলায়

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪,অক্টোবর:মঙ্গলবার রাত্রি ১১টায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতালে অত্যন্ত অব্যবস্থার মধ্যেই হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গৌর কুন্ডু বলে জানা যায়।খবর নিয়ে জানা যায় মঙ্গলবার রাতে প্রয়াত গৌর কুন্ডুর পুত্র বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে দেখে তার বাবা বেডে নেই।এরপর চিকিৎশকের কাছে বাবার খোঁজ করতে গেলে খোঁজ নিয়ে দেখা যায় বাবা গৌর কুন্ডু বাথ রুমে মৃত অবস্থায় পড়ে রয়েছে।রায়গঞ্জ হাসপাতালের এই ধরনের অব্যবস্থা দেখে গৌর কুন্ডুর পরিবার পরিজন প্রচন্ড ক্ষুব্ধ বলে জানা যায়।পরিবার সূত্রে খবর নিয়ে জানা যায় গত সোমবার গৌর কুন্ডু রায়গঞ্জ হাসপাতালে সামান্য জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভর্তি হন।মঙ্গলবার গৌর কুন্ডুর কোভিড টেস্ট কর হয়।বুধবার বেলা এগারোটায় কোভিড টেস্টের রিপোর্টে জানা যায় তার কোভিড পজেটিভ হয়েছে।

।প্রয়াত সঙ্গীত শিল্পী গৌর কুন্ডুর মৃতদেহ সরকারি নিয়মে রায়গঞ্জেই তার মৃতদেহের সৎকার করা হবে।মৃত্তুর খবর ছড়িয়ে পড়লে কালিয়াগঞ্জে শোকের ছায়া নেমে আসে।সঙ্গীত শিল্পী তথা বিশিষ্ট তবলাবাদক গৌর কুন্ডুর মৃত্তুর খবর কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল কলকাতায় এই খবর শোনা মাত্র বর্তমানের কথাকে জানান সঙ্গীত শিল্পী গৌর কুন্ডুর মৃত্যু কালিয়াগঞ্জের সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।তিনি তার শোক বার্তায় বলেন তিনি এই ঘটনায় গভীর শোকাহত।তার আত্মার শান্তি কামনা ও পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।কালিয়াগঞ্জের বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্থ প্রতিম চক্রবর্তী বলেন গৌর কুন্ডুর মৃত্যুতে সঙ্গীতের ক্ষেত্রে বিশাল ক্ষতি হয়ে গেল।এ ক্ষতি পূরণ হবার নয়।তিনি বলেন কালিয়াগঞ্জের সঙ্গীতের এক যুগের অবসান হল।তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন। কালিয়াগঞ্জের সঙ্গীতের ক্ষেত্রে একটা যুগের অবসান হল।তার মৃত্যুতে তিনি গভীর দুঃখ ও সমবেদনা জানান।কালিয়াগঞ্জের বিশিষ্ট তবলা বাদক অজয় চক্রবর্তী বলেন গৌর কুন্ডুর মৃত্যু কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বিরাট ক্ষতি হল।যা পূরণ হবার নয়।বিশিষ্ট প্রবীণ সঙ্গীত শিল্পী শৈলেশ রায় বলেন দীর্ঘদিন গৌর কুন্ডুর সাথে কত অনুষ্ঠান করেছি এসব মনে পড়ছে।ওর মৃত্যুতে আমি শোকাহত।ওর আত্মার শান্তি হোক।বিশিষ্ট প্রবীণ নৃত্য শিক্ষিকা বাণী চক্রবর্তী বলেন গৌর কুন্ডুর মৃত্যুতে তিনি গভীর শোকাহত।ওর আত্মার শান্তি হোক। গৌর কুন্ডুর মৃত্যুতে সঙ্গীত শিক্ষক রতন সাহা,অশোক দাস,বাবলু দাস সবাই শোকহত।প্রবীণ সঙ্গীত শিল্পী গৌর কুন্ডুর মৃত্তুর খবর পাবার পর তার অসংখ্য গুণমুগ্ধ ছাত্র ছাত্রীরা কান্নায় ভেঙে পরে বলে জানা যায়।মৃত্যু কালে তিনি স্ত্রী সঙ্গীত শিল্পী মনীষা চক্রবর্তী,এক পুত্র ও সক কন্যা রেখে গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।(প্রতিবেদকের সংযোজন)–এই প্রতিবেদক ৭০-৮০র দশকে সমগ্র উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের সাথে সঙ্গত করেছেন।কালিয়াগঞ্জ শহরে গৌর কুন্ডু এবং তপন চক্রবর্তী ছাড়া তবলা সঙতে কেও ছিলনা বললেই চলে।অসংখ্য সঙ্গীত সন্ধ্যায় এই দুজনকে অবশ্যই উপস্থিত থাকতে হত।একসাথে দিনের পর দিন আমাদের গান বাজনা নিয়ে কেটে গেছে।আজ আমি আমার সঙ্গীত জগতের বড় বন্ধুকে হারালাম।ভাষা নেই কিছু বলার।তার চাইতেও বড় দুঃখ পেলাম যাবার সময় বধূকে একটা ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা টুকু জানাতে পারলাম না শেষ মুহূর্তে করোনাসুরের থাবা বসানোর জন্য।বন্ধু গৌর যেখানেই থাক চীর শান্তিতে থাক।মনীষা ও ছেলে মেয়েদের জানাই গভীর সমবেদনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *