October 27, 2024

সিপিআইএম দলের পক্ষ থেকে ছয় দফা দাবির ভিত্তিতে ধনকোল গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন-

1 min read

সিপিআইএম দলের পক্ষ থেকে ছয় দফা দাবির ভিত্তিতে ধনকোল গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮অক্টোবর:বৃহস্পতিবার সিপিআইএম দলের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে ধনকোল গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ছয় দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হয়।

ছয় দফা দাবির মধ্যে প্রধান দাবিগুলি হল ধনকোল গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ ভিত্তিক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকা দিতে হবে।এই তালিকা কিসের ভিত্তিতে করা হয়েছে তা প্রকাশ্যে জানাতে হবে।গ্রাম পঞ্চায়েতের প্ৰকৃত ঘর প্রাপকদের ঘর না দিয়ে এলাকার ধনী ব্যক্তিদের কোন আইনে দেওয়া হয়েছে তা জানাতে হবে এবং প্ৰকৃত গরিবদের ঘর দেবার ব্যবস্থ্যা করতে হবে।

পঞ্চয়েত কর্মী তথা জীবিকা সেবক প্রশান্ত রায়কে দিয়ে কোন সমীক্ষার কাজ করানো চলবেনা।নসির হাট সুন্দরী মোড় থেকে মহাজন পাড়া পর্যন্ত ঢালাই রাস্তা অবিলম্বে করতে হবে।মন্ডল পাড়া থেকে নসিরহাটের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা অবিলম্বে করতে হবে।ধীরেন সরকারের বাড়ি থেকে ন্যাঙ রা কালীবাড়ি এবং দারিয়া পাড়া থেকে কলাবেচা পাড়া পর্যন্ত ঢালাই রাস্তা করতে হবে বলে দাবি গুলি ছিল যে।প্রধান স্মারক লিপি গ্রহণ করে সমস্যা সমাধানে দৃষ্টি দেবেন বলে জানান।ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআইএম কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারীউপস্থিত চিলেন দিগেন্দ্র নাথ রায়,ভবেন্দ্র নাথ বর্মন, ঐশ্বানী বাগচী,অয়ন দত্ত সন্তোষ নন্দী এবং ফলাবর রহমান সহ বেশ কিছু বাম সমর্থকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *