October 27, 2024

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির উদ্দ্যোগে শুরু হল ট্যালেন্ট সার্চ টি-২০ ফুটবল প্রতিযোগিতা

1 min read

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির উদ্দ্যোগে শুরু হল ট্যালেন্ট সার্চ টি-২০ ফুটবল প্রতিযোগিতা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭,অক্টোবর:বুধবার অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে শুরু হল ট্যালেন্ট সার্চ টি-২০ দুইদিনের ফুটবল প্রতিযোগিতা।ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সহ-সম্পাদক মঃ ইজাবুল হক।সংস্থার সম্পাদক তরুণ গুহ বলেন করোনা আবহে দীর্ঘ ৭মাস খেলা ধুলা বন্ধ থাকার পর আমরা উঠতি ফুটবল খেলোয়াড়দের কথা চিন্তা করেই কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।

তরুণ বাবু বলেন দীর্ঘদিন বাদে উঠতি ফুটবল খেলোয়াড়েরা মাঠে নেমে প্রচন্ড খুশি হয়েছে।তিনি বলেন উত্তর দিনাজুর জেলার কালিয়াগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মধ্যেই এই প্রতিযোগিতা সীমাবদ্ধ রেখেছি।মোট ১৬টি ফুটবল দল

এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বলে জানান।বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি তপনেন্দু চক্রবর্তী,সহ-সভাপতি জয়ন্ত ব্যানার্জী,দিলীপ কিস্কু,পরিমল দেবশর্মা ছাড়াও অনেকে।খেলা উপভোগ করবার জন্য মাঠে প্রচুর দর্শক সমাগম হয়।

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির এই ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতা থেকে বাছাই করা খেলোয়াড়দের কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি নিয়মিত প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করবে বলে জানা যায়।

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি তপনেন্দু চক্রবর্তী বলেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি অদূর ভবিষ্যতে কালিয়াগঞ্জের মাঠ থেকে বেশ কয়েকজন ভাল ফুটবলার জেলা তথা রাজ্যবাসীকে দেবার জন্য বিভিন্ন ভাবে উপযুক্ত কোচিং দেবার ব্যবস্থা
করছে বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *