October 24, 2024

কুশমন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশনের মহিলা ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ শুরু করলো কোচ সুমিত বর্মন

1 min read

কুশমন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশনের মহিলা ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ শুরু করলো কোচ সুমিত বর্মন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২অক্টোবর:দীর্ঘদিন  করোনা আবহের জন্য ফুটবল অনুশীলন বন্ধ থাকার পর দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশনের মহিলা ফুটবল কোচ সুমিত বর্মন প্রতিভা আছে এমন কিছু মহিলা ফুটবলারদেলর নিয়ে অনুশীলন শুরু করে দিল।

সুমিত বর্মন বলেন দীর্ঘ ছয় সাত মাস অনুশীলন না করায় অনেক ক্ষতি হয়েছে।কুশমন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশনের মহিলাদের কোচ সুমিত বর্মন বলেন তাদের কোচিং সেন্টারের কবিতা বর্মন,তুলসী মুর্মু,লক্ষী মুর্মু,ডলি রাজবংশী এবং পল্লবী সরকার তাদের কোচিং কেন্দ্রের এই পাঁচজন ফুটবলার কলকাতায় খেলার সুযোগ পেয়েও যেতে পারেনি লকডাউনের কারনে।

কোচ সুমিত বাবু বলেন দীর্ঘ কয়েক বছর ধরে প্রশিক্ষণ নিয়ে কবিতা,তুলসী,লক্ষী, ডলি এবং পল্লবী কুশমন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশনের সুনাম সমগ্র উত্তরবঙ্গে ছড়িয়ে দিয়েছে তাদের খেলার সুবাদে।কুশ মন্ডির ফুটবল প্রেমীদের কাছে এই মহিলা ফুটবল খেলোয়াড় রা সোনার মেয়ে বলেই তারা পরিচিত।কোচ সুমিত বর্মন বলেন তাদের কুশমন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশনের মহিলা বিভাগে ফুটবলের প্রশিক্ষণ নেয় বর্তমানে ২০ জন। মোট ৩৫ জন মহিলা ফুটবলার তাদের কোচিং ক্যাম্পের মাঠে কোচিং নিলেও লকডাউনের দীর্ঘ কয়েকমাস কোন অনুশীলন করতে না পারায় বর্তমানে তারা আসছেনা বলে জানায়।কুশ মন্ডির প্রত্যন্ত গ্রাম যা কুশ মন্ডি থেকে কম করেও ১০থেকে ১২ কিমি সাইকেল চালিয়ে এসে যারা নিয়মিত অনুশীলন করতে আসে তাদের যে প্রবল ইচ্ছা আছে যা ব্যাপারে কোন সন্দেহ নেই।অনেক সময় এই উঠতি খেলোয়াড়দের উৎসাহ দেখে আমরা তাদের কাব্যে হার মানি।কুশমন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা দল ইতিমধ্যেই কলকাতার মহিলা ফুটবল দলের সাথে খেলে যেমন যোগ্যতার পরিচয় দিয়েছে তেমনি দার্জিলিং, জলপাইগুড়ির মহিলা দলের সাথে খেলে সুনামের অধিকারী হয়েছে।কোচ সুমিত বর্মন বলেনতাদের কবিতা,তুলসী,লক্ষী, ডলি এবং পল্লবী কলকাতার একটি দলের হয়ে খেলবার জন্য খুব শীঘ্রই কলকাতা যাবে বলে কোচ সুমিত বর্মন জানান।সুমিত বাবু বলেন কুশ মন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশনের কর্নধার শঙ্কর পাল ছেলেদের কোচিং টাই মূলত দিয়ে থাকেন।খেলা পাগল শঙ্কর পালের উৎসাহে ই আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি।কুশমন্ডি ইয়ংমেন ফুটবল এসোসিয়েশনের কর্নধার বলেন তার স্বপ্ন দক্ষিণ দিনাজপুর জেলা সরলার মত প্রত্যন্ত গ্রামের মেয়ে সুনিতা ও বুলি ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা দলের ক্যাপ্টেন ও গোলকিপার হতে পারে তাহলে আমাদের কোচিং ক্যাম্পের ছেলে মেয়েরা সেই জায়গায় কেন পৌছেতে পারবেনা?তিনি বলেন আমাদের স্বপ্ন সফল করেই একদিন ছাড়বো বলে সুমিত বর্মন এবং শঙ্কর পাল জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *