October 27, 2024

বিপদসীমার ওপর দিয়ে টাঙ্গন, রাধিকাপুরে জলমগ্ন ১৫টি গ্রাম, একরের পর একর ধানি জমি জলের তলায়

1 min read

বিপদসীমার ওপর দিয়ে টাঙ্গন, রাধিকাপুরে জলমগ্ন ১৫টি গ্রাম, একরের পর একর ধানি জমি জলের তলায়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮,সেপ্টেম্বর:বিপদসীমার উপর দিয়ে বইছে টাঙ্গন নদীর জল। , দ্রুত বাড়ছে জলস্তর,১৫টি গ্রামে ইতিমধ্যেই টাঙ্গন নদীর জল ঢুকে পড়েছে।রাধিকাপুর এলাকার ধানি জমি জলের তলায়।সব মিলিয়ে কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলে টাঙ্গন নদীর জল দ্রুত গতিতে বৃদ্ধি হবার ফলে গ্রামবাসীদের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতের কারনে টাঙ্গন নদীর জল যেমন বাড়ছে তেমনি বাংলাদেশ থেকে যেহেতু টাঙ্গন নদীর উৎপত্তি স্থল তাই বাংলাদেশের জল টাঙ্গন নদী দিয়ে আসায় রাধিকাপুরের টাঙ্গন নদীর জল হুহু করে বেড়েই চলেছে বলে জানা যায়।

সোমবার সাত সকালে কালিয়াগঞ্জ ব্লকের ৩নম্বর রাধিকাপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান বিক্রম দেবশর্মা এক প্রশ্নের উত্তরে বলেন রবিবার রাত থেকে টাঙ্গনেরজল প্রথম বাড়তে শুরু করায় দুই একটি গ্রামে জল ঢুকে পড়েছিল।কিন্তূ সোমবার ভোর রাত থেকে রাধিকাপুর অঞ্চলের পূর্ব দুর্গাপুর,বগদু যার,নারায়নপুর,উত্তর কৃষ্ণপুর,মালজুম,ফরিদপুর,গোটগাঁও,চকদিলাল ও রামগঞ্জ প্রভৃতি গ্রামের মধ্যে নদীর পাড় উপচে হুহু করে জল ঢুকছে।রাধিকাপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান বিক্রম দেবশর্মা বলেন গতকাল সেচ দপ্তরের আধিকারিক রাধিকাপুরের দুটি নদী বাঁধ দেখে গেছে।

পূর্বদুর্গাপুর ও বগ দুয়ারের বাঁধের অবস্থা খুব একটা ভালো নয় বলে প্রধান বিক্রম দেবশর্মা বলেন।তিনি বলে গ্রাম পঞ্চায়েত থেকে সবরকম প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,তৃণমূল নেতা  হিরন্ময় সরকার (বাপ্পা)খবর পেয়েই দ্রুত রাধিকাপুরের জলমগ্ন গ্রামগুলি দেখতে ছুটে যান।গ্রাম বাসীদের আশ্বস্ত করেন।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন টাঙ্গন নদীর জল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

অবস্থা খারাপের দিকেই যাচ্ছে।তিনি বলেন আমরা জলমগ্ন এলাকায় গিয়ে গ্রামের মানুষদের সাথে কথা বলেছি।আমরা এলাকায় নৌকার ব্যবস্থা করেছি।সারাদিনের মধ্যে কতটা কি হয় অবস্থা বুঝে জলমগ্ন মানুষদের ত্রাণ শিবিরে পাঠানোর ব্যবস্থা করা হবে।

 

তপন দেবসিংহ বলেন তিনি রাধিকাপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান অফিসে গিয়ে প্রধান বিক্রম দেবশর্মার সাথে ত্রাণের ব্যাপারে কথা বলেছেন বলে জানান।কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা এক প্রশ্নের উত্তরে বলেন টাঙ্গন নদীর জল গ্রামের মধ্যে ঢুকে গেছে খবর পাওয়া মাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ অফিসের আধিকারিকরা রাধিকাপুরে চলে গেছে।আমরা ১২টা নৌকা প্রস্তুত করে রেখেছি।তা ছাড়া ডাল খোলা থেকে একটি স্পিড বোট আনার ব্যবস্থা করা হচ্ছে।যারা ত্রাণ শিবিরে যাবে তাদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।যদিও এখনো ত্রাণ শিবিরে কাউকে নিয়ে যাওয়া হয়নি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *