October 27, 2024

আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পার্ক

1 min read

আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পার্ক

দেবব্রত চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পার্ক দীর্ঘ ছয় মাস করোনা ভাইরাসের লকডাউন এর কারণে বন্ধ থাকার পর আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। মার্চ মাসের ১৭  তারিখ থেকে বন্ধ হয়ে ছিলো ইসলামপুর পার্ক ।বনো দপ্তরের অধিনে উদ্যান ও কানন উত্তর বিভাগ শিলিগুড়ি অন্তর্গত এই পার্ক।

মানব চক্রবর্তী উদ্যান ও কানন উত্তর বিভাগ শিলিগুড়ি রেঞ্জ অফিসার জানান করোনা ভাইরাস এর কারণে ১৭  ই মার্চ থেকে বন্ধ হয়ে ছিলো লকডাউন চলাকালীন সময়ে আমাদের ডিবিশনে প্রতিটি পার্ক সরকারি বিধি নিষেধ উনুযায়ী বন্ধ করা হয়েছিল।

21তারিখ শিলিগুড়ি বনো দপ্তরে মিটিং করাহয় তাতে ঠিক হয়২৩ তারিখ ডিবিশন এর পার্ক খোলা হবে সেই মতনই আজ বিভিন্ন বিধিনিষেধ মেনে খোলা হয়েছে।

যারা ভিজিটরস আসবেন তবে প্রত্যেককে মাক্স পরা বাধ্যতামূলক। ঢোকার আগে তাদের টেম্পারেচার চেক করা হবে হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে তারপরেই ভিজিটরদের প্রবেশ করতে দেওয়া হবে।মাক্স না পরে এলে তাদের ঢুকতে দেওয়া হবে না বিধি নিষেধ না পড়ো না মানলে তাদের ঢুকতে দেওয়া হবে না।

বিপ্লব দাস একজন ভিজিটর জানান ডালখোলা থেকে তিনি আজ ঘুরতে এসেছেন পার্ক খোলা আছে ঢোকার আগে

অনেকগুলো বিধি-নিষেধ মেনে তাদের ঢুকতে হয়েছে মাক্স পড়তে হয়েছে হ্যান্ড স্যানিটাইজার করতে হয়েছে টেম্পারেচার চেক করেছে পার্কের কর্মীরা তার পরই প্রবেশ করতে পেরেছেন তবে পার্ক খোলা হওয়াতে তাদের যথেষ্ট আনন্দ হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *