October 27, 2024

“নারীর”পরিচালনায় সারা রাজ্য ব্যাপী মহিষাসুর মর্দিনী নৃত্য প্রতিযোগিতায় উত্তর দিনাজপুরের তিন নৃত্য শিল্পী

1 min read

“নারীর”পরিচালনায় সারা রাজ্য ব্যাপী মহিষাসুর মর্দিনী নৃত্য প্রতিযোগিতায় উত্তর দিনাজপুরের তিন নৃত্য শিল্পী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯শে সেপ্টেম্বর: গত ১৭ই সেপ্টেম্বর ২০২০তে উত্তর দিনাজপুর জেলার “নারী”র পরিচালনায় মহালয়ার পুণ্য লগ্নে

                                           নৃত্য শিল্পী অর্পিতা বসু প্রথম (রায়গঞ্জ)

সারা রাজ্যব্যাপী যে নৃত্য প্রতিযোগিতা অন লাইনে হয়েছিল তার ফলাফল শনিবার ঘোষিত হয়।সংস্থার কর্নধার সুজন তরফদার জানান ফলাফলের নিরিখে উত্তর দিনাজপুর জেলার জয়জয়কার।

                                              দ্বিতীয় শুভ্রাংশু পোদ্দার (রায়গঞ্জ)

তিনি বলেন মহিষাসুর মর্দিনী নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে রায়গঞ্জের মুখ উজ্জ্বল করে রায়গঞ্জের নৃত্য শিল্পী অর্পিতা বসু প্রথম (রায়গঞ্জ)দ্বিতীয় শুভ্রাংশু পোদ্দার (রায়গঞ্জ) এবং তৃতীয় শায়ন্তিকা চক্রবর্তী(ইস লামপুর)স্থান লাভ করে।

                                          তৃতীয় শায়ন্তিকা চক্রবর্তী(ইস লামপুর)

সুজয় বাবু বলেন মোট প্রতিযোগিনীর সংখ্যা ছিল ১৭জন।অংশগ্রহণকারী সবাইকেই আগামী সোমবার “নারী”দোকান থেকেপুরস্কৃত ও শংসাপত্র প্রদান করা হবে বলে সুজন তরফদার জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *