October 27, 2024

ডিজিটাল মিডিয়ার প্রভাব বেশি, তাই গাইডলাইন জরুরী!‌ শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

1 min read

ডিজিটাল মিডিয়ার প্রভাব বেশি, তাই গাইডলাইন জরুরী!‌ শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

বৈদ্যুতিন সংবাদমাধ্যমেরও আগে ডিজিটাল সংবাদমাধ্যম নিয়ে বেশি সতর্ক হতে হবে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। কারণ এখনকার দিনে ডিজিটাল মিডিয়াই মানুষকে বেশি প্রভাবিত করছে। ফলে তার স্বচ্ছতা ও মান রক্ষিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব অনেক বেশি আইনের। সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে চলা একটি মামলার শুনানিতে এদিন একথা আদালতে জানায় সরকার।

সরকারি আইনজীবী এদিন সওয়াল করে বলেন, ‘‌এখন ডিজিটাল মিডিয়ার দৌড় অনেক বেশি দ্রুত। মানুষকে প্রভাবিত করার ক্ষমতাও তার বেশি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপের কারণে সহজে বেশি মানুষের কাছে পৌঁছে যায় এই মিডিয়া। ফলে সে নিয়ে আদালতকে আরও বেশি সতর্ক হতে হবে।’‌পাশাপাশি সরকার দাবি করেছে, প্রিন্ট মিডিয়া ও বৈদ্যুতিন মিডিয়ায় যথেষ্ট প্রস্তুতি নিয়ে ও বিচার করে তবে কোনও খবর প্রকাশ করা হয়। কিন্তু ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের দায়িত্ব-এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষিত হয় না প্রায়ই। বিষয়টি ইতিমধ্যেই সরকার পর্যবেক্ষণ করেছে। তাই সবার আগে ডিজিটাল মিডিয়ার জন্য নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে দাবি করেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *