October 27, 2024

৪ পুলিশ সুপার, ২ ডিসি-সহ রাজ্যের একগুচ্ছ পুলিশকর্তা রদবদলের সিদ্ধান্ত নবান্নের

1 min read

৪ পুলিশ সুপার, ২ ডিসি-সহ রাজ্যের একগুচ্ছ পুলিশকর্তা রদবদলের সিদ্ধান্ত নবান্নের

রাজ্যের একগণ্ডা জেলার পুলিশ সুপার, কলকাতা পুলিশের ডিসি, একজোড়া মহকুমাস্তরের পুলিশ অফিসার-সহ প্রায় একডজন পুলিশ আধিকারিকের রদবদল হল সোমবার। এদিন নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে চার জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মুনির খানকে সেখান থেকে সরিয়ে কলকাতা পুলিশের সাউথ সুবার্বাণ ডিভিশনের ডিসি পদে নিয়ে যাওয়া হয়েছে।

তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কামনাশীষ সেনকে। কামনাশীষ বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউ টাউন বিভাগের ডিসি ছিলেন। এছাড়াও বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত ক্যানিং-এর এসডিপিও দেবীদয়াল কুণ্ডুকে সরিয়ে আনা হল গোবিন্দ শিকদারকে। অর্থাত্‍ বারুইপুর পুলিশ জেলার অনেকটাই বদল করা হল এদিন।নিউটাউন জোনের দায়িত্ব দেওয়া হয়েছে হুগলি, গ্রামীণের পুলিশ সুপার তথাগত বসুকে। তথাগতের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশের ডিসি, সেন্ট্রাল আমনদ্বীপকে। আর ব্যারাকপুর পুলিশের এই পদে পাঠানো হয়েছে, স্পেশ্যাল টাস্ক ফোর্সের এসপি আশীষ মৌর্যকে। আর এসপি, এসটিএফ করা হয়েছে দার্জিলিং-এর পুলিশ সুপার অমরনাথকে। দার্জিলিং-এ পাঠানো হয়েছে কোচবিহারের পুলিশ সুপার নিম্বলকর সন্তোষকে। কোচবিহারের পুলিশ সুপার করা হয়েছে সানা আখতারকে।এর পাশাপাশি, কলকাতা সশস্ত্র পুলিশের প্রথম ব্যাটেলিয়নের ডিসি পদে নিয়ে যাওয়া হয়েছে স্বাতী ভানগালিয়াকে। অন্যদিকে, এসডিপিও আরামবাগ নির্মল কুমার দাসকে সরিয়ে সেখানে আনা হয়েছে অভিষেক মন্ডলকে। এছাড়াও, বীরভূম ও রায়গঞ্জের ডেপুটি পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *