October 27, 2024

সুন্দরবন সফরে এলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

1 min read

সুন্দরবন সফরে এলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

সুশোভন মিস্ত্রি সুন্দরবন :: আজ সকালে সুন্দরবন এ আসেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।

সুন্দরবনের কুমিরমারি অঞ্চল তে প্রায় 3 একর জায়গা তে ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের কাজে হাত লাগান ও পরেসেখান থেকে সুন্দরবনের ঝিলা ফরেস্ট অফিসে যান সেখানে সুন্দরবনের প্রায় ১০০ মৎস্যজীবীদের

কে জঙ্গলে মাছ ধরার সময় রান্না করে খাওয়ার জন্য গ্যাস ওভেনের ব্যবস্থা করেন এবং সুন্দরবনের সমস্ত ফরেস্ট অফিসের যে মিষ্টি জলের পুকুর গুলো আছে তাতে মিষ্টি জলের মাছ চাষ করার জন্য উদ্বোধন করলেন মৎস্য প্রকল্প ।

ওর সাথে সাথে সুন্দরবন বাসীকে যেন সুন্দর বন জঙ্গলের উপর নির্ভরশীলতা না হতে হয় তার জন্য সুন্দরবনের জেলাতে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে বই খাতা ও মহিলাদের জন্য স্যানিটারী ব্যবস্থা নিজে হাতে তুলে দেন ছাত্রছাত্রীদের মধ্যে ।

সাথে সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত যে 5 কোটি ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের কথা ঘোষণা করেছিলেন তিনি জানান এই পর্যন্ত প্রায় দু’কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হয়ে গেছে বাকি তিন কোটি ধাপে ধাপে সম্পন্ন হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *