October 27, 2024

দেওরের হাতে মৃত্যু বউদির উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চালুনিয়া গ্রামে

1 min read

দেওরের হাতে মৃত্যু বউদির উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চালুনিয়া গ্রামে

উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চালুনিয়া গ্রামে দেওরের হাতে মৃত্যু বউদির। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য । মৃত মহিলার নাম ফেলানি বর্মণ।ঘটনার পর থেকে পলাতক দেওয় বলদেব বর্মণ।ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠায়।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

পরিবার সুত্রে জানা জায় বিগত কয়েক বছর আগেই মৃত গৃহবধূ ফেলানি বর্মণের স্বামী তাকে ছেড়ে চলে যায়।এরপর থেকে ছেলেকে নিয়ে দিন মজুরের কাজ করে দিন কাটতো। তার নিজেস্ব তিন শতক জমি আছে সেই জমি নিজের নামে করে দেওয়ার জন্য চাপ দিতো ফেলানি বর্মণের দেওয়র বলরাম বর্মণ।শনিবার রাতে মদ্যপ অবস্থায় মারধর করে বলে অভিযোগ মৃতার ছেলে শুকরু বর্মণের।রাতে কোন ভাবে ঘুমানোর পরে রবিবার সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ফেলানি বর্মণকে।অভিযোগ তাকে ঘরে মধ্যে ফাস লাগিয়ে হত্যা করা হয়েছে।এই ঘটনার পর থেকে পলাতক বলরাম বর্মণ। পুলিশ তার তল্লাশি চালাচ্ছে পরিবারের অভিযোগের ভিত্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *