October 27, 2024

উত্তর দিনাজপুর জেলার ৬টি স্পোর্টস একাডেমির খেলাধুলার মান উন্নয়নে ৬ লক্ষ টাকা অনুদান

1 min read

উত্তর দিনাজপুর জেলার ৬টি স্পোর্টস একাডেমির খেলাধুলার মান উন্নয়নে ৬ লক্ষ টাকা অনুদান

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ার জেলা যুবকল্যান দপ্তরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার ৬টি স্পোর্টস কোচিং ক্যাম্পের খেলা ধুলার উন্নয়নে আর্থিক অনুদান দেওয়া হয়।এদের মধ্যে একটি ফুটবল কোচিং একাডেমি,,একটি ক্রিকেট কোচিং একাডেমি এবং চারটি ভলিবল কোচিং একাডেমি।

রায়গঞ্জ ব্লকের যুবকল্যান দপ্তরের আধিকারিক দেবজিৎ সরকার বলেন রাজ্য সরকারের যুবকল্যান দপ্তর থেকে বৃহস্পতিবার রায়গঞ্জ মহকুমার যে ছয়টি স্পোর্টস কোচিং ক্যাম্পকে আর্থিক সাহায্য করা হল তাদের মধ্যে আছে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি,কালিয়াগঞ্জ বাঘন সন্ধান স্পোর্টিং কোচিং ক্যাম্প,শাসন ইউনাইটেড ইয়ং ক্লাব,প্রতিবাদ ভলিবল কোচিং ক্যাম্প,রায়গঞ্জ দেশবন্ধু স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরি এবং রায়গঞ্জ বিধাননগর স্পোর্টিং ক্লাব।প্রতিটি ক্লাবকে একলক্ষ টাকা করে চেক তুলে দেন রায়গঞ্জের যুবকল্যান দপ্তরের আধিকারিক দেবজিৎ সরকার।আধিকারিক দেবজিৎ সরকার বলেন উত্তর দিনাজপুর জেলার যে সমস্র ক্লাব ও স্পোর্টস কোচিং ক্যাম্পকে এক লক্ষ করে টাকার চেক দেওয়া হল তারা প্রত্যেকেই খেলার ধুলার জগতে একটা জায়গা করে নিয়েছে।যুব কল্যাণ দপ্তর চায় জাতীয় বা আন্তর্জাতিক স্তরে আমাদের জেলার খেলোয়াড়রা এগিয়ে যাক।সরকার তাদের পাশে সব সময় আছে এবং থাকবে।উত্তর দিনাজপুর জেলা ভলি ও বাস্কেট বল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ বলেন সরকার যেমন খেলা ধুলার উন্নয়নে আর্থিক সাহায্য দিচ্ছে তেমনি আমাদের খেলা ধুলার সাথে যুক্ত ক্লাব ও স্পোর্টস কোচিং ক্লাবগুলিকে খেলা ধুলার মান উন্নয়নে সর তৎপরতা বেশি বেশি করে দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *