প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচে কুশুমন্ডি ইয়ংমেন এসোসিয়েশন ২-১গোলে মালদাকে পরাজিত করে জয়ী
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–নুতন বছর উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে মহিলা প্রদর্শনী ফুটবল ম্যাচের খেলা হয় কুশমন্ডি ইয়ংমেন অ্যাসোসিয়েশন এবং মালদা মহিলা ফুটবল দলের মধ্যে। খেলায় কুশমন্ডি ইয়ংমেন মহিলা ফুটবল দল ২–১ গোলে মালদা কে হারিয়ে জয়ী হয়। কুশমন্ডি ইয়ংমেন অ্যাসোসিয়েশনের সম্পাদক শিব শঙ্কর পাল বলেন ফুটবলএর খুটি পূজাকে কেন্দ্র করে তাদের সংস্থা এই খেলার আয়োজন করে নুতন বছর মঙ্গলবার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুশমন্ডি ইয়ং ম্যান ফুটবল অ্যাসোসিয়েশন আট বছর বয়সী ৫০জন কচিকাঁচা বাচ্চাদের ফুটবল প্রশিক্ষণের জন্য ভর্তি করে নেন ফুটবল প্রশিক্ষণের জন্য।শিব শঙ্কর পাল বলেন তাদের সংস্থা বেশ কিছুদিন থেকেই গ্রামের প্রতিভাবান ছোট ছোট ছেলে মেয়েদের ফুটবলের কোচিং দিয়েআসছে
এই এলাকায় ফুটবল খেলার খেলোযার তৈরী করবার লক্ষ নিয়ে।ইতিমধ্যেই প্রচুর গ্রাম ও শহরের ছেলে মেয়েরা তাদের সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে
বিভিন্ন স্থানে ফুটবল খেলায় অংশগ্রহণও করছে বলে জানান।তিনি বলেন মহিলা প্রদর্শনী ফুটবল ম্যাচকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত যেমন ভিড় ছিল তেমনি আমাদের সংস্থার ফুটবলের খুঁটি পূজাকে কেন্দ্র করেও মানুষের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});